Friday, November 7, 2025

বুধেও নিজাম প্যালেসে হাজিরা দিচ্ছেন না অনুব্রত

Date:

Share post:

বুধবার নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে হাজিরার নির্দেশ দিলেও আসছেন না তিনি। নির্ধারিত সময়ের আগেই নিজাম প্যালেসে গিয়ে CBI-কে চিঠি দিয়ে জানিয়ে দিলেন অনুব্রতর দুই আইনজীবী। এবার সিবিআই অনুব্রতর বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে, সেটাই এখন দেখার।

আরও পড়ুন:অনুব্রত নিজামে না এলে তাঁর বোলপুরের বাড়িতে পৌঁছে যেতে পারেন CBI তদন্তকারীরা

শারীরিকভাবে বেশ অসুস্থ। ফিসচুলার সমস্যা বহুদিনের।  এছাড়াও বার্ধক্যজনিত বহু সমস্যা রয়েছে। সোমবার SSKM-এর পর মঙ্গলবারও চিকিৎসক তাঁর বাড়িতে গিয়ে তাঁকে বেড রেস্টের পরামর্শ দিয়েছিন। তাই বোলপুর থেকে কলকাতায় আসা অনুব্রতর পক্ষে বেশ কঠিন। সব জেনেও চিকিৎসকদের কথায় কান না দিয়ে  সোমবারের পর ফের বুধবার অনুব্রতকে নিজাম প্যালেসে তলব করে CBI।তবে এ বারও অসুস্থতার কারণেই বোলপুর থেকে কলকাতায় এসে হাজিরা না দেওয়ার সম্ভাবনা প্রবল ছিল অনুব্রতর। এই কারণ দেখিয়েই তাঁর আইনজীবী CBI-এর কাছ থেকে খানিকটা সময় চেয়ে নিয়ে চিঠি দিলেন।

প্রসঙ্গত, সিবিআই সূত্রের খবর,মঙ্গলবার সকালে ই-মেল করে বুধবার বেলা ১১টা নাগাদ কলকাতার নিজাম প্যালেসে হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে অনুব্রতকে। তাঁর বোলপুরের বাড়িতেও নোটিসের প্রতিলিপি পৌঁছে দেওয়া হয়েছে। এর পরেও আজ, বুধবার তিনি হাজির না হলে, কড়া আইনি পদক্ষেপ করা হবে বলে ওই সূত্রের দাবি।

যদিও হাজিরার বিষয়ে মঙ্গলবার রাত পর্যন্ত অনুব্রতর তরফে নিশ্চিতভাবে কিছুই জানানো হয়নি। এ দিন তাঁর এক আইনজীবী আসেন এবং বাড়ির পিছনের দরজা দিয়ে অনুব্রতের বাড়িতে ঢোকেন। আলোচনা শেষে বেরিয়ে যান ওই আইনজীবী। সুতরাং বুধবারও CBI হাজিরা এড়াচ্ছেন অনুব্রত। এমতাবস্থায় CBI কী ব্যবস্থা নেবেন তা জানা যাবে একটু পরেই।

spot_img

Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...