Monday, August 25, 2025

বুধেও নিজাম প্যালেসে হাজিরা দিচ্ছেন না অনুব্রত

Date:

Share post:

বুধবার নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে হাজিরার নির্দেশ দিলেও আসছেন না তিনি। নির্ধারিত সময়ের আগেই নিজাম প্যালেসে গিয়ে CBI-কে চিঠি দিয়ে জানিয়ে দিলেন অনুব্রতর দুই আইনজীবী। এবার সিবিআই অনুব্রতর বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে, সেটাই এখন দেখার।

আরও পড়ুন:অনুব্রত নিজামে না এলে তাঁর বোলপুরের বাড়িতে পৌঁছে যেতে পারেন CBI তদন্তকারীরা

শারীরিকভাবে বেশ অসুস্থ। ফিসচুলার সমস্যা বহুদিনের।  এছাড়াও বার্ধক্যজনিত বহু সমস্যা রয়েছে। সোমবার SSKM-এর পর মঙ্গলবারও চিকিৎসক তাঁর বাড়িতে গিয়ে তাঁকে বেড রেস্টের পরামর্শ দিয়েছিন। তাই বোলপুর থেকে কলকাতায় আসা অনুব্রতর পক্ষে বেশ কঠিন। সব জেনেও চিকিৎসকদের কথায় কান না দিয়ে  সোমবারের পর ফের বুধবার অনুব্রতকে নিজাম প্যালেসে তলব করে CBI।তবে এ বারও অসুস্থতার কারণেই বোলপুর থেকে কলকাতায় এসে হাজিরা না দেওয়ার সম্ভাবনা প্রবল ছিল অনুব্রতর। এই কারণ দেখিয়েই তাঁর আইনজীবী CBI-এর কাছ থেকে খানিকটা সময় চেয়ে নিয়ে চিঠি দিলেন।

প্রসঙ্গত, সিবিআই সূত্রের খবর,মঙ্গলবার সকালে ই-মেল করে বুধবার বেলা ১১টা নাগাদ কলকাতার নিজাম প্যালেসে হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে অনুব্রতকে। তাঁর বোলপুরের বাড়িতেও নোটিসের প্রতিলিপি পৌঁছে দেওয়া হয়েছে। এর পরেও আজ, বুধবার তিনি হাজির না হলে, কড়া আইনি পদক্ষেপ করা হবে বলে ওই সূত্রের দাবি।

যদিও হাজিরার বিষয়ে মঙ্গলবার রাত পর্যন্ত অনুব্রতর তরফে নিশ্চিতভাবে কিছুই জানানো হয়নি। এ দিন তাঁর এক আইনজীবী আসেন এবং বাড়ির পিছনের দরজা দিয়ে অনুব্রতের বাড়িতে ঢোকেন। আলোচনা শেষে বেরিয়ে যান ওই আইনজীবী। সুতরাং বুধবারও CBI হাজিরা এড়াচ্ছেন অনুব্রত। এমতাবস্থায় CBI কী ব্যবস্থা নেবেন তা জানা যাবে একটু পরেই।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...