Friday, January 2, 2026

রাজ্যজুড়ে ‘খেলা হবে’ দিবস উদযাপন,অলিম্পিকের যোগ্যতা অর্জনই লক্ষ্য অচিন্ত্যর

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে ‘খেলা হবে’ দিবস পালন হল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে। মূল অনুষ্ঠানটি হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে ক্রীড়া দফতরের রাষ্ট্রমন্ত্রী মনোজ তিওয়ারি-সহ বিভিন্ন স্তরের মানুষ এদিনের অনুষ্ঠানে।কমনওয়েলথ গেমসে বাংলার দুই সফল ক্রীড়াবিদ স্বর্ণপদকপ্রাপ্ত অচিন্ত্য শিউলি ও ব্রোঞ্জপদকপ্রাপ্ত সৌরভ ঘোষালকে এদিন বিশেষ সম্মান জানানো হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের পক্ষ থেকে তাঁদের হাতে তুলে দেওয়া হয় আর্থিক সাহায্যও।

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘গত ৩৪ বছর ধরে বাংলার ক্রীড়াবিদদের অবহেলার চোখে দেখা হয়েছে। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গঠনের পর থেকেই ক্রীড়াবিদদের নানাভাবে উৎসাহ, সম্মান ও সাহায্যে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
অচিন্ত্য বলেন, ‘আমি সোনা জেতার লক্ষ্য নিয়ে কমনওয়েলথে যাইনি, নিজের সেরাটা দেওয়ার লক্ষ্য ছিল। প্রথম লিফটের পর মনে হয়েছিল পদক জিততে পারি। সোনা জেতার পর অনেক কিছুই বদলে গিয়েছে। জীবনে অনেক কিছু নতুন হচ্ছে। ভালোই লাগছে। সময়টা উপভোগ করছি।’
অচিন্ত্য আরও বলেন, ‘সবাই কী ভাবছে সেটা দেখলে হবে না। আমি কী চাই সেটাই আসল। আমি এখন সোনা জেতা নিয়ে ভাবছিই না। আপাতত আমার একমাত্র লক্ষ্য অলিম্পিকের যোগ্যতা অর্জন করা।’
রাজ্য সরকারের উদ্যোগে ‘খেলা হবে’ দিবস শুধুমাত্র নেতাজি ইন্ডোর স্টেডিয়ামই নয়, রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯ টি পুরসভা, ৬ টি পুরনিগম , কলকাতা পুরসভা এলাকার ১৪৪টি ওয়ার্ড, ২৩ টি জেলা সদর, জিটিএ এবং আইএফএ অনুমোদিত ক্লাব ও সংস্থায় একযোগে আজ ‘খেলা হবে’ দিবস পালিত হয় নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে।

 

spot_img

Related articles

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...

বন্দে ভারত স্লিপার ভোটের আগে কেন? প্রশ্ন তৃণমূলের

হঠাৎ ভোটের আগে হাওড়া-গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার চালানোর কথা ঘোষণা করে বাংলার মন জয়ের ব্যর্থ চেষ্টা কেন্দ্রের।...

বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের 

কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ...