Tuesday, August 26, 2025

রুশদির পর এবার খুনের হুমকি তসলিমাকে, টুইটে উদ্বিগ্ন লেখিকা

Date:

Share post:

নিউইয়র্কে বুকারজয়ী সাহিত্যিক সলমন রুশদিকে (Salman Rushdie) ছুরিকাঘাতের ঘটনায় আতঙ্কিত বিশ্বের সাহিত্যিক মহল। এবার একই ছকে খুনের হুমকি দেওয়া হল বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে। এই সংক্রান্ত একটি টুইটও করেছেন তসলিমা। যেখানে তিনি জানান, বারবার প্রাণনাশের হুমকিতে তিনি আতঙ্কিত। এর আগে কোনোদিনও তিনি এমন অশান্তির মুখোমুখি হননি বলেই জানিয়েছেন লেখিকা।

“তোমরা মানুষ খুন কর”, গত ১৪ আগস্ট সন্ধ্যায় তসলিমার এমন টুইটের পর রীতিমতো দেশজুড়ে শোরগোল পড়ে যায়। ওই টুইটে তিনটি ছুরির ছবি দিয়ে তসলিমাকে ট্যাগ করে লেখা ছিল পরের নিশানা তুমি। সঙ্গে ছিল প্রকাশ্য জনসভা থেকে হুমকির একটি ভিডিও। এরপরই সবার মনে প্রশ্ন ওঠে রুশদির পর এবার কি টার্গেট তসলিমা? এরপরই রহস্য প্রকাশ্যে নিয়ে আসেন বাংলাদেশের লেখিকা। গত ১৩ অগাস্ট পাকিস্তানের এক সভায় মুসলিম ধর্মগুরু নতুন করে তসলিমাকে প্রাণে মারার হুঁশিয়ারি দিয়েছেন। সাহসী লেখিকা আরও জানিয়েছেন, এর আগেও একাধিকবার তাঁর নামে একাধিক ফতোয়া জারি হয়েছিল। কিন্তু এই প্রথমবার প্রকাশ্য জনসভা থেকে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হলো। তসলিমা বলেন, টুইটারে চোখ রাখলেই বোঝা যাবে রুশদির ঘটনার পর অনেকেই তাঁকে হুমকি দিচ্ছে। সাফ জানাচ্ছে পরবর্তী নিশানা নাকি তিনিই।

তসলিমা এদিন আরও জানান, পাকিস্তানের কট্টরপন্থী গোষ্ঠী তেহরিক-ই-লাবাইক প্রধান খাদিম হুসেন রিজভির একটি ভিডিও ক্লিপ তাঁকে পাঠানো হয়। যেখানে দেখা যায় প্রকাশ্য সমাবেশে দাঁড়িয়ে খাদিম হুসেন রিজভি তসলিমা এবং সলমন রুশদির কার্যত মুণ্ডপাত করছে। তারপর তসলিমা নিজে ইন্টারনেট ঘেঁটে দেখেন রিজভি দুবছর আগেই মারা গিয়েছে। কিন্তু তারপরও পরিকল্পনা করেই পুরনো ভিডিও পাঠিয়ে তাঁকে সতর্ক করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন লেখিকা। অন্যদিকে, পাকিস্তানের ওই কট্টরপন্থী গোষ্ঠীর অভিযোগ পয়গম্বরকে অসম্মান করার শাস্তি তাঁদের পেতেই হবে। রুশদি সাজা পেয়েছেন, এবার বাদ যাবেন না তিনিও।

spot_img

Related articles

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...