Sunday, November 9, 2025

নাম-ছবি ব্যবহার করে ফেক প্রোফাইলে অপকর্ম, থানায় অভিযোগ দায়ের কুণালের

Date:

Share post:

তিনি পেশায় বাংলার স্বনামধন্য সাংবাদিক। সমাজসেবক। আবার শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র। তিনি কুণাল ঘোষ। অতিপরিচিত ও জনপ্রিয় একটি মুখ। সোশ্যাল মিডিয়াতে তিনি ব্যক্তিগত হোক, সামাজিক কিংবা রাজনৈতিক, বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত পোস্ট করেন। তাঁর প্রচুর ফলোয়ার। কিন্তু সেই সোশ্যাল মিডিয়াতেই এবার বিপত্তি।

সোশ্যাল মিডিয়া ফেসবুকে তাঁর নাম ও ছবি ব্যবহার করে কেউ বা কারা অপকর্ম চালাচ্ছে। এবং সেই অভিযোগ নিয়েই এবার আইনের দ্বারস্থ হয়েছেন কুণাল। ইতিমধ্যেই নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

আরও পড়ুন:গরু পাচার মামলায় এবার তৎপর ইডি

গত ২২ আগস্ট কুণাল ঘোষ লক্ষ্য করেন তাঁর ফেসবুকে তাঁর নাম ও ছবি ব্যবহার করে একটি প্রোফাইল খোলা হয়েছে। যার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। এবং সেই প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে নেটিজেনদের। শুধু তাই নয়, কুণালের নাম করে টাকাও চাওয়া হচ্ছে বলে অভিযোগ।

ওইদিন রাতেই সকলকে সতর্ক করে কুণাল ঘোষ নিজের ফেসবুকে একটি পোস্ট করেন। তিনি লেখেন, “জরুরি। FBতে আমার নাম করে অনেকের কাছে friend request যাচ্ছে। আমি কাউকে অনুরোধ পাঠাই নি। দয়া করে কেউ সাড়া দেবেন না। অন্য কেউ কিছু অপকর্ম চালাচ্ছে।”

এই অপকর্মে রুখতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কুণাল ঘোষ। নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করেছেন ঘটনার পরদিনই অর্থাৎ গত ২৩ আগস্ট। অভিযোগপত্রের বয়ানে কুণাল লিখেছেন, “এই ঘটনার তদন্ত হোক। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানাচ্ছি। এই প্রথম নয়, আগেও এমন সমস্যার সম্মুখিন হয়েছি। কিন্তু সমাধান হয়নি। বারে বারে এমন ঘটনা আমার কাছে অত্যন্ত অস্বস্তিকর।” অভিযোগপত্রের সঙ্গে ফেক ফেসবুক প্রোফাইল সংক্রান্ত যাবতীয় স্ক্রিনশট নথি হিসেবে নারকেলডাঙা থানাকে দিয়েছেন কুণাল ঘোষ।

spot_img

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...