করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু গরমের আবহে রাজ্যের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে রক্তের সঙ্কট। ফলে সেই সঙ্কটের ঘাটতি কিছুটা মেটাতে অনেক সংগঠনই রক্তদান শিবিরের আয়োজন করছেন। ‘রক্তদান মহৎ দান’, এই স্লোগানকে মাথায় রেখেই কানাড়া ব্যাঙ্ক এমপ্লয়েজ ইউনিয়নের উদ্যোগে শুক্রবার রক্তদান শিবির হল। ব্যাঙ্ক কর্মীদের উপস্থিতিতেই শুরু হয় এই শিবিরের।এই শিবিরকে কেন্দ্র করে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
উদ্যোক্তারা জানান, সকাল থেকে প্রায় ১২০ জন রক্তদান করেছেন। শুধুমাত্র রক্তদানের মধ্যেই তারা নিজেদের কর্মকাণ্ড সীমাবদ্ধ রাখেন না।প্রয়াত নেতা শিবাজী দত্তের স্মৃতির উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।সংগঠনের কর্তারা জানান, সারা বছর ধরেই নানান সামাজিক কর্মের মধ্যে তারা যুক্ত থাকেন। জেলায় জেলায় দু:স্থ শিশুদের পড়াশোনায় সাহায্য করা থেকে শুরু করে প্রাকৃতিক বিপর্যয়ের সময়ও তারা সাহায্যের হাত বাড়িয়ে দেন।আগামী দিনেও তারা এই ধরনের কর্মসূচি নেবেন বলে জানান।
