Sunday, August 24, 2025

Kanishka Soni: নিজেকে বিয়ে করে শিরোনামে অভিনেত্রী কণিষ্কা সোনি

Date:

Share post:

২৪ বছরের তরুণী ক্ষমা বিন্দু (Kshama Bindu) কিছুদিন আগেই খবরের শিরোনামে এসেছেন সোলোগ্যামির (Sologamy)পথে হেঁটে। ঘটা করে নিজেকে বিয়ে করাই নয় মধুচন্দ্রিমার (Honeymoon) প্ল্যানি পর্যন্তও ভাইরাল হয়েছিল নেট দুনিয়া। এবার সেই তালিকায় আরও এক নাম । এবার বলিউড অভিনেত্রী কণিষ্কা সোনি (Kanishka Soni)। সামাজিক মাধ্যমে তিনি বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামেই ৬৩ হাজারের বেশি ফলোয়ার রয়েছে তাঁর। এবার তিনি ‘নিজগামিতা’কে (Sologamy) প্রতিষ্ঠিত করতে গিয়ে ভাইরাল হয়েছেন। পুরুষকে তিনি বিশ্বাস করেন না, কিন্তু বিয়েতে সম্পূর্ণ আস্থা আছে। তাই এবার বিয়েটা সেরেই ফেললেন। তবে নিজের সঙ্গে নিজের বিয়ে।

সামাজিক মাধ্যমে হঠাৎ নববধূর সাজেই অনুরাগীদের সামনে হাজির হলেন অভিনেত্রী কণিষ্কা। মাথায় সিঁদুর, গলায় মঙ্গলসূত্র এবং পরনে লাল শাড়ি – এইসব দেখে বলিউডে ফিসফাস শুরু। তাহলে কি গোপনে বিয়ে সেরেছেন তিনি? কার সঙ্গে জুটি বাঁধলেন? জল্পনা দানা বাঁধার আগেই অভিনেত্রী জানালেন তিনি নিজেই নিজেকে বিয়ে করেছেন। এর আগে একাধিক সম্পর্কে জড়ানোর পর বার বার মন ভেঙেছে তাঁর। যত সময় অতিক্রান্ত হয়েছে তিনি বুঝতে পেরেছেন যে, নিজেকে সম্পূর্ণ করতে জীবনে কোনও পুরুষের প্রয়োজন হয় না। কণিষ্কা জানান, ছোটপর্দায় পা রাখার পর ২০১০ সালে এই ইন্ডাস্ট্রির এক অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। প্রায় দেড় বছর দু’জনে সম্পর্কে ছিলেন। কিন্তু সম্পর্কে থাকাকালীন তাঁর জীবন সুখকর ছিল না। মুম্বইয়ে একটি ফ্ল্যাটে একসঙ্গে থাকতেন তাঁরা। নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতেন কণিষ্কা। বারবার মন খারাপ হয়েছে তাঁর। কণিষ্কার মতে, ইন্ডাস্ট্রিতে যত জন পুরুষের সঙ্গে তাঁর আলাপ হয়েছে, তাঁদের সঙ্গে মিশে তিনি বুঝতে পেরেছেন যে, কেউই ভাল নন। অভিনেত্রী জানান, ইন্ডাস্ট্রির অভিনেতারা নিজের পরিবারের সামনে যেমন আচরণ করেন, অন্যান্য সময় তাঁদের দেখলে অন্য মানুষ মনে হয়। ইন্ডাস্ট্রিতে থাকাকালীন আরও তিক্ত অভিজ্ঞতা হয়েছে অভিনেত্রীর। তাই এবার নিজেকে ভাল রাখতে নিজেই নিজেকে বিয়ে করলেন তিনি।

spot_img

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...