Friday, December 19, 2025

সব সুদে-আসলে হিসেব হবে: ফের মাত্রা ছাড়ালেন দিলীপ, পাল্টা তোপ তৃণমূলের

Date:

Share post:

প্রতিদিনই সকাল থেকে একের পর এক পর কুকথা বলে চলেছেন বিজেপি-র রাজ্য নেতৃত্ব। শুক্রবার, জনসভা থেকে শালীনতার সব মাত্রা ছাড়িয়ে রীতিমতো হুমকি দিলেন বিজেপির সহ সভাপতি (BJP Vice President) তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রকাশ্য সভা থেকে বিতর্কিত মন্তব্য (Controversial Comments) করেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগণার পৈলানে বিক্ষোভ মিছিল করে বিজেপি। এদিন দলের আইন আমান্য কর্মসূচিতে অংশ নিয়েই দিলীপ বলেন, পাবলিকের মার দুনিয়ার বার। একটা মারও বাইরে পড়বে না। মার পড়লে হাসপাতালেও ভর্তি নেওয়া হবে না। সবে তো শুরু হয়েছে। সব সুদে আসলে হিসেব হবে। এর পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তাদের কথায়, বদলায় বিশ্বাসী নয় তারা। কিন্তু যদি তারা হিসেব নিতে নামে, তাহলে বিজেপি দলটাকেই আর খুঁজে পাওয়া যাবে না।

দিলীপ ঘোষের অভিযোগ, তৃণমূল নেতারা (TMC Leaders) গাছ লাগিয়ে টাকার কুমীর হয়ে গিয়েছেন। টাকা রাখার জন্য ফ্ল্যাট কিনতে হচ্ছে। এদিন দিলীপের অভিযোগ, “কেউ বলছে আমাদের পিঠের চামড়া গুটিয়ে জুতো বানাবে। কেউ বলছেন বদলা নেব। এসবের হিসেব হবে। কার চপ্পল জুতো চাই, কার নাগরাই চাই, পাবলিক দিয়ে দেবে। পাবলিকের মার দুনিয়ার বার। একটা মারও বাইরে পড়বে না।“

পাশাপাশি, এদিন বিজেপির সহ-সভাপতি হুমকির সুরে বলেন, সারা ভারত জুড়ে শুদ্ধিযজ্ঞ শুরু হয়েছে। এই যজ্ঞে অনেকের আহুতি হবে। কুকথার সব মাত্রা ছাড়িয়ে যান দিলীপ ঘোষ। তিনি বলেন, “সিবিআই (CBI) ঠিক করেছে এক কুইন্টালের ওপরে না হলে তুলবে না। আপনারা যখন পুকুরে মাছ ধরেন মোটা মালগুলোকে আগে তোলেন। তারপর ছোটগুলোকে তুলতে শুরু করেন।“

দিলীপের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল। তাদের কথায়, সকাল থেকে রাজ্যের শাসকদলকে নিশানা করে একের পরে কুকথা বলছেন গেরুয়া নেতারা। তাঁরা রোজ শালীনতার সীমা লঙ্ঘন করছেন বলে অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল যদি হিসেবে নিতে নামে তাহলে বিজেপি-কে আর খুঁজে পাওয়া যাবে না।

আরও পড়ুন- লক্ষ্য একশো শতাংশ স্বচ্ছতা, কলেজ অধ্যাপকদের বদলিও এবার অনলাইন পোর্টালে

spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...