Saturday, November 8, 2025

সব সুদে-আসলে হিসেব হবে: ফের মাত্রা ছাড়ালেন দিলীপ, পাল্টা তোপ তৃণমূলের

Date:

Share post:

প্রতিদিনই সকাল থেকে একের পর এক পর কুকথা বলে চলেছেন বিজেপি-র রাজ্য নেতৃত্ব। শুক্রবার, জনসভা থেকে শালীনতার সব মাত্রা ছাড়িয়ে রীতিমতো হুমকি দিলেন বিজেপির সহ সভাপতি (BJP Vice President) তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রকাশ্য সভা থেকে বিতর্কিত মন্তব্য (Controversial Comments) করেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগণার পৈলানে বিক্ষোভ মিছিল করে বিজেপি। এদিন দলের আইন আমান্য কর্মসূচিতে অংশ নিয়েই দিলীপ বলেন, পাবলিকের মার দুনিয়ার বার। একটা মারও বাইরে পড়বে না। মার পড়লে হাসপাতালেও ভর্তি নেওয়া হবে না। সবে তো শুরু হয়েছে। সব সুদে আসলে হিসেব হবে। এর পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তাদের কথায়, বদলায় বিশ্বাসী নয় তারা। কিন্তু যদি তারা হিসেব নিতে নামে, তাহলে বিজেপি দলটাকেই আর খুঁজে পাওয়া যাবে না।

দিলীপ ঘোষের অভিযোগ, তৃণমূল নেতারা (TMC Leaders) গাছ লাগিয়ে টাকার কুমীর হয়ে গিয়েছেন। টাকা রাখার জন্য ফ্ল্যাট কিনতে হচ্ছে। এদিন দিলীপের অভিযোগ, “কেউ বলছে আমাদের পিঠের চামড়া গুটিয়ে জুতো বানাবে। কেউ বলছেন বদলা নেব। এসবের হিসেব হবে। কার চপ্পল জুতো চাই, কার নাগরাই চাই, পাবলিক দিয়ে দেবে। পাবলিকের মার দুনিয়ার বার। একটা মারও বাইরে পড়বে না।“

পাশাপাশি, এদিন বিজেপির সহ-সভাপতি হুমকির সুরে বলেন, সারা ভারত জুড়ে শুদ্ধিযজ্ঞ শুরু হয়েছে। এই যজ্ঞে অনেকের আহুতি হবে। কুকথার সব মাত্রা ছাড়িয়ে যান দিলীপ ঘোষ। তিনি বলেন, “সিবিআই (CBI) ঠিক করেছে এক কুইন্টালের ওপরে না হলে তুলবে না। আপনারা যখন পুকুরে মাছ ধরেন মোটা মালগুলোকে আগে তোলেন। তারপর ছোটগুলোকে তুলতে শুরু করেন।“

দিলীপের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল। তাদের কথায়, সকাল থেকে রাজ্যের শাসকদলকে নিশানা করে একের পরে কুকথা বলছেন গেরুয়া নেতারা। তাঁরা রোজ শালীনতার সীমা লঙ্ঘন করছেন বলে অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল যদি হিসেবে নিতে নামে তাহলে বিজেপি-কে আর খুঁজে পাওয়া যাবে না।

আরও পড়ুন- লক্ষ্য একশো শতাংশ স্বচ্ছতা, কলেজ অধ্যাপকদের বদলিও এবার অনলাইন পোর্টালে

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...