Saturday, August 23, 2025

সব সুদে-আসলে হিসেব হবে: ফের মাত্রা ছাড়ালেন দিলীপ, পাল্টা তোপ তৃণমূলের

Date:

Share post:

প্রতিদিনই সকাল থেকে একের পর এক পর কুকথা বলে চলেছেন বিজেপি-র রাজ্য নেতৃত্ব। শুক্রবার, জনসভা থেকে শালীনতার সব মাত্রা ছাড়িয়ে রীতিমতো হুমকি দিলেন বিজেপির সহ সভাপতি (BJP Vice President) তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রকাশ্য সভা থেকে বিতর্কিত মন্তব্য (Controversial Comments) করেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগণার পৈলানে বিক্ষোভ মিছিল করে বিজেপি। এদিন দলের আইন আমান্য কর্মসূচিতে অংশ নিয়েই দিলীপ বলেন, পাবলিকের মার দুনিয়ার বার। একটা মারও বাইরে পড়বে না। মার পড়লে হাসপাতালেও ভর্তি নেওয়া হবে না। সবে তো শুরু হয়েছে। সব সুদে আসলে হিসেব হবে। এর পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তাদের কথায়, বদলায় বিশ্বাসী নয় তারা। কিন্তু যদি তারা হিসেব নিতে নামে, তাহলে বিজেপি দলটাকেই আর খুঁজে পাওয়া যাবে না।

দিলীপ ঘোষের অভিযোগ, তৃণমূল নেতারা (TMC Leaders) গাছ লাগিয়ে টাকার কুমীর হয়ে গিয়েছেন। টাকা রাখার জন্য ফ্ল্যাট কিনতে হচ্ছে। এদিন দিলীপের অভিযোগ, “কেউ বলছে আমাদের পিঠের চামড়া গুটিয়ে জুতো বানাবে। কেউ বলছেন বদলা নেব। এসবের হিসেব হবে। কার চপ্পল জুতো চাই, কার নাগরাই চাই, পাবলিক দিয়ে দেবে। পাবলিকের মার দুনিয়ার বার। একটা মারও বাইরে পড়বে না।“

পাশাপাশি, এদিন বিজেপির সহ-সভাপতি হুমকির সুরে বলেন, সারা ভারত জুড়ে শুদ্ধিযজ্ঞ শুরু হয়েছে। এই যজ্ঞে অনেকের আহুতি হবে। কুকথার সব মাত্রা ছাড়িয়ে যান দিলীপ ঘোষ। তিনি বলেন, “সিবিআই (CBI) ঠিক করেছে এক কুইন্টালের ওপরে না হলে তুলবে না। আপনারা যখন পুকুরে মাছ ধরেন মোটা মালগুলোকে আগে তোলেন। তারপর ছোটগুলোকে তুলতে শুরু করেন।“

দিলীপের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল। তাদের কথায়, সকাল থেকে রাজ্যের শাসকদলকে নিশানা করে একের পরে কুকথা বলছেন গেরুয়া নেতারা। তাঁরা রোজ শালীনতার সীমা লঙ্ঘন করছেন বলে অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল যদি হিসেবে নিতে নামে তাহলে বিজেপি-কে আর খুঁজে পাওয়া যাবে না।

আরও পড়ুন- লক্ষ্য একশো শতাংশ স্বচ্ছতা, কলেজ অধ্যাপকদের বদলিও এবার অনলাইন পোর্টালে

spot_img

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...