আসানসোল জেলে অনুব্রত-সায়গলকে জিজ্ঞাসাবাদ, CBI-এর সামনে মুখে কুলুপ দু’জনেরই

যে জমি, রাইস মিল, ফ্ল্যাট, রিসর্টের হদিস পাওয়া য়াচ্ছে ব্যাঙ্কে যে টাকা রয়েছে তার সূত্র কী, এনিয়ে প্রশ্ন করা হয় অনুব্রতকে

গরুপাচার মামলায় ১৪ দিনের জেল হেফাজতে আপাতত আসানসোল জেলে বন্দি অনুব্রত মণ্ডলের। এবার জেলে এসে অনুব্রতকে জেরা করলেন CBI-এর এক আধিকারিক।

সূত্রের খবর, CBI আধিকারিকের সামনে মুখ কুলুপ এঁটেছিলেন অনুব্রত। জানা গিয়েছে, অনুব্রত মণ্ডল, তাঁর কন্যা এবং ঘনিষ্ঠ পরিচিতদের নামে বিশাল সম্পত্তির
হদিস মিলেছে। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই আজ, মঙ্গলবার আসানসোল জেলে গিয়েছিলেন CBI আধিকারিক। কিন্তু কোনও উত্তর মেলেনি অনুব্রতর কাছ থেকে।

যে জমি, রাইস মিল, ফ্ল্যাট, রিসর্টের হদিস পাওয়া য়াচ্ছে ব্যাঙ্কে যে টাকা রয়েছে তার সূত্র কী, এনিয়ে প্রশ্ন করা হয় অনুব্রতকে। তাঁর আইনজীবীর দাবি, ব্যাঙ্ক থাকা টাকা আয়কর দফতর খতিয়ে দেখবে, এটা CBI-এর বিষয় নয়। অন্যদিকে CBI-এর বক্তব্য, ওই টাকার উৎস কী সেটাই তারা জানতে চায়।

এই জেলেই আবার রয়েছেন অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন। জানা গিয়েছে তাঁর কাছ থেকেও কোনও উত্তর এদিন পাননি CBI আধিকারিক।

এদিকে, আাগামী ১ সেপ্টেম্বর ভোট পরবর্তী অশান্তি মামলায় অনুব্রত মণ্ডলের শুনানি রয়েছে সল্টলেকে। সেদিন অনুব্রত মণ্ডলকে কলকাতায় নিয়ে আসা হবে। তোলা হবে বিধাননগর আদালতে।

আরও পড়ুন- Mumbai: গণেশ চতুর্থীর মাঝেই হামলার হুমকি ফোন, বাণিজ্যনগরীতে আঁটসাঁট নিরাপত্তা