Thursday, January 15, 2026

যে কোনও শর্তে জামিন দিন: ভার্চুয়াল শুনানিতে পার্থর আবেদন

Date:

Share post:

১৪ দিনের জেল হেফাজত শেষে ফের আদালতে পেশ করা হল পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে (Partha Chatterjee And Arpita Mukherjee)। তবে বুধবার সশরীরে নয়, নিরাপত্তার খাতিরে ব্যাঙ্কশাল কোর্টে ভার্চুয়ালি পেশ করা হয় এসএসসি নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam Case) গ্রেফতার হওয়া প্রাক্তন মন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠকে। এদিন আদালতে শুনানির শুরুতেই জামিনের আবেদন করেছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।

তাঁর আইনজীবী আদালতে দাবি করেছেন, ”যে কোনও শর্তে তাঁকে মুক্তি দেওয়া হোক। এমনকী প্রয়োজন হলে বাড়িতে পুলিশি প্রহরায় থাকতেও তিনি রাজি।” তাঁর একাধিক শারীরিক সমস্যা রয়েছে।আদালতে পার্থের আবেদন, ‘‘আমি যে কোনও মূল্যে জামিন চাইছি। সব শর্ত মানতে রাজি।’’ পার্থ আরও বলেন, ‘‘আমি অসুস্থ। আমি কোনও প্রভাবশালীও নই। কোনও পদ নেই আমার। দরকারে বাড়িতে নজরবন্দি করে রাখুন। পুলিশের ২৪ ঘণ্টার নজরদারিতে থাকতে রাজি।’’ পার্থের আর্জি, তাঁর চিকিৎসার প্রয়োজন রয়েছে। বাড়িতে থাকলে তবে সেই চিকিৎসা চলতে পারে।

এরই পাশাপাশি, আইনজীবীর মাধ্যমে আদালতকে পার্থ জানিয়েছেন, তিনি সশরীরে আদালতে হাজিরা দিতে চান। তাঁর মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে।প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে সবকটি শুনানিতেই আদালতে উপস্থিত ছিলেন পার্থ। প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের সাম্প্রতিক আবেদনের ভিত্তিতে নিরাপত্তাজনিত কারণে প্রাক্তন মন্ত্রীকে আদালতে হাজির হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেন বিচারক। কিন্তু এই পদ্ধতি যে তাঁর ভাল লাগেনি তা স্পষ্ট করেন তিনি। উল্লেখ্য, ইডি হেফাজতের মেয়াদ শেষের পর ইতিমধ্যেই পার্থ এবং অর্পিতা ২৮ দিন জেলে কাটিয়ে ফেলেছেন।

spot_img

Related articles

১০০ দিনের টাকা আটকে রাখা যাবে না: হাইকোর্ট

বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসার রাজনীতিতে দীর্ঘদিন ধরে বাংলার প্রাপ্য টাকা আটকে কালকে রয়েছে। ১০০ দিনের বকেয়া কাজের...

রাজ্যের ডিজিপি-কলকাতার পুলিশ কমিশনারকে সাসপেন্ড করার আর্জি নিয়ে শীর্ষ আদালতে ইডি

আইপ্যাক অফিসে তল্লাশি মামলায় (ED raid in ipac office) সুপ্রিম শুনানির দিন নতুন আবেদন নিয়ে হাজির হল এনফোর্সমেন্ট...

যুদ্ধকালীন পরিস্থিতি ইরানে, আকাশসীমা বন্ধ খামেনেইয়ের দেশের!

একদিকে দেশজুড়ে বিক্ষোভ অন্যদিকে ক্রমাগত ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) চোখরাঙানি- দুয়ের জেরে পিছু হটতে বাধ্য হলো ইরান (Iran)!...

আজ উত্তরবঙ্গ সফরে মমতা, শিলান্যাস করবেন মহাকাল মন্দিরের

বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুপুরে দমদম বিমানবন্দর (NSCBI Airport) থেকে তিনি বাগডোগরার...