Monday, August 25, 2025

কাবুলে রাশিয়ার দূতাবাসের সামনে ভয়াবহ বিস্ফোরণ, মৃত দুই রাষ্ট্রদূত সহ মোট ২০

Date:

Share post:

ভয়াবহ বিস্ফোরণে (Massive Blasts) সোমবার কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল (Kabul)। কাবুলের রুশ দূতাবাসের (Russian Embassy) সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের। তাঁদের মধ্যে রয়েছেন রাশিয়ার দু’জন রাষ্ট্রদূতও (Ambassador)। আত্মঘাতী এক জঙ্গি এই হামলা চালিয়েছে বলেই অনুমান কাবুল পুলিশের (Kabul Police)। তবে দূতাবাসের নিরাপত্তারক্ষীদের (Security Personnel) গুলিতেই ওই জঙ্গিকে নিকেশ হয়েছে বলে খবর। সম্ভবত এদিন কাবুলের একাধিক জায়গায় হামলা চালানোর পরিকল্পনা ছিল ওই জঙ্গির। এদিন সকাল ১১টা নাগাদ বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত (Injured) হয়েছেন বলে খবর। তাঁদের নিকটবর্তী এক হাসপাতালে (Hospitalized) ভর্তি করানো হয়েছে। ঘটনার উপর কড়া নজর রাখছে নয়াদিল্লি (New Delhi)। ইতিমধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মস্কোও (Moscow)।

কাবুল পুলিশ জানিয়েছে, সোমবার সকালে রুশ দূতাবাসের সামনে বিস্ফোরক (Explosives) জমা করে ওই জঙ্গি। তারপরই সে নিরাপদ জায়গায় সরে যায়। বিস্ফোরণের পরে পরিস্থিতি নিজের চোখে দেখতে ফের রুশ দূতাবাসের দিকে যায় ওই জঙ্গি। তারপরেই নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয় জঙ্গির। তবে ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে এখনও সরকারিভাবে বিশদে কিছু জানানো হয়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর দুর্ঘটনায় দুই রাষ্ট্রদূত সহ ২০ জনের মৃত্যু হয়েছে। উল্লেখ্য,

গত শুক্রবারই কাবুলের এক মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় ৫ শিশু সহ মোট ৩৫ জনের মৃত্যুর খবর সামনে আসে। আহত হন কমপক্ষে ৪০ জন। এরপর ফের এই জঙ্গি হামলা।

spot_img

Related articles

বৃষ্টির ভ্রূকুটি দক্ষিণে কমলেও রক্ষা নেই উত্তরের

নিম্নচাপের জের খানিকটা কম হওয়ার ইঙ্গিত রবিবার থেকেই মিলেছে। তবে এখনই বর্ষার প্রকোপ কমছে না মৌসুমী অক্ষরেখার জেরে।...

বাগমারির কাছে ভয়াবহ দুর্ঘটনা, পরপর গাড়ি-বাইকে ধাক্কা বেপোরয়া মিনিবাসের

দিনে দুপুরে খাস কলকাতার মনিকতলা ব্রিজের কাছে ভয়াবহ দুর্ঘটনা। বাগমারি এলাকায় বেপরোয়া মিনিবাস ধাক্কা দেয় একটি গাড়ি ও...

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...