Monday, August 25, 2025

বিমানবন্দর থেকে সরিয়ে RSS কার্যালয়ের নিরাপত্তায় CISF! প্রতিবাদে সরব শশী

Date:

Share post:

সিআইএসএফের ৩০০০ পদ বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। মোদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিমানবন্দরগুলিতে যে সিআইএসএফের কর্মীরা নিরাপত্তার দায়িত্বে থাকেন তাঁদের সরিয়ে নেওয়া হয়েছে। এখন থেকে সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকছে বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীরা। সরকারের এহেন সিদ্ধান্তের তীব্র বিরোধিতায় সরব হলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দিল্লিতে আরএসএসের কার্যালয়ে নিরাপত্তার দায়িত্বে আনা হয়েছে সিআইএসএফকে। গোটা ঘটনায় প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস সাংসদ।

মোদি সরকারের এহেন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার শশী থারুর বলেন, সাংসদ ও এয়ারলাইন্সের সঙ্গে আলোচনা না করে সরকারের এমন সিদ্ধান্ত নেওয়া একেবারেই উচিত হয়নি। শশী থারুর টুইটারে লিখেছেন, “আপনি যদি এই দুটি বিষয়(বিমান বন্দর থেকে CISF সরানো এবং RSS অফিসে নিয়োগ) আলাদাভাবে দেখেন তবে অবশ্যই সিআইএসএফ মোতায়েন নিয়ে প্রশ্ন উঠবে। বিমানবন্দর ব্যবহারকারী দেশের জনগণের জন্য তাহলে সিআইএসএফের নিরাপত্তা কম গুরুত্বপূর্ণ বেসরকারির তুলনায়? একদিন আগে আরএসএস অফিসের নিরাপত্তার জন্য সিআইএসএফ নিয়োগ এবং বিমানবন্দরের দায়িত্ব থেকে তাঁদের সরানো, দেশ এই সিদ্ধান্তের ব্যাখ্যা চায়।”

দিল্লিতে রয়েছে আরএসএস-এর দফতর কেশব কুঞ্জের কাছেই উদাসীন আশ্রমকে সিআইএসএফের নিরাপত্তার অধীনে আনা হয়েছে। গত 1 সেপ্টেম্বর থেকে সিআইএসএফ জওয়ানদের এখানে মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রের সরকারে এখন ভারতীয় জনতা পার্টি (BJP)। আর সেই বিজেপিরই চালিকাশক্তি আরএসএস। যাদের সদর দফতর নাগপুরে। ফলে এমন একটি সংগঠনকে কেন্দ্রীয় নিরাপত্তা দিলে স্বজনপোষণের অভিযোগ উঠবেই। বিরোধীরা ইতিমধ্যে এই অভিযোগ তুলতে শুরু করেছে। যদিও সরকারি সূত্র বলছে যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Union Home Ministry) নিরাপত্তা বৃদ্ধি নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে।

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...