Wednesday, December 17, 2025

শুনানির আগেই দুর্গাপুজো অনুদানের ২৪০ কোটি টাকা বরাদ্দের নির্দেশিকা জারি

Date:

Share post:

একদিকে মহার্ঘ ভাতা মামলার শুনানি হবে হাইকোর্টে। তার আগে বৃহস্পতিবার দুর্গাপুজো অনুদান মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে পুজোর অনুদানের টাকা বরাদ্দ করা হয়েছে।ইউনিটি ফোরাম, রাজ্য সরকারি কর্মচারী কনফেডারেশন এবং সরকারি কর্মচারী পরিষদ ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা অনুদানকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছিল। সেই মামলার শুনানির আগেই রাজ্য নোটিশ জারি করেছে।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রী কড়ার বার্তার পরেই সব এসপি-সিপিদের নিয়ে ‘সমন্বয় বৈঠক’ ডিজির
জানা গিয়েছে, ৬ সেপ্টেম্বর রাজ্যের স্বরাষ্ট্র দফতরের ডেপুটি সেক্রেটারি স্তরের এক আধিকারিক রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনারকে চিঠি লিখেছিলেন। মোট ২৪০ কোটি ১৬ লাখ ৮০ হাজার টাকা অনুদান রাজ্য সরকার ৩৭ হাজার ২৮টি পুজোর জন্য বরাদ্দ করেছে। প্রসঙ্গত, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি ক্লাবকে ৫০ হাজার টাকার পরিবর্তে ৬০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছিলেন। এছাড়াও, কলকাতা এবং রাজ্য বিদ্যুৎ বোর্ডগুলিকে পুজো কমিটির বিদ্যুৎ বিলে ৬০ শতাংশ ছাড় দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। সব মিলিয়ে পুজোর অনুদানের কারণে রাষ্ট্রীয় কোষাগার থেকে মোট ২৫৮ কোটি টাকা ব্যয় হবে।

পুজোয় অনুদান নিয়ে রাজ্য বেশ কয়েকটি যুক্তি দিয়েছে। জানিয়েছে, সংবিধান অনুযায়ী রাজ্য সরকার মনে করলে জনগণের জন্য অর্থ বরাদ্দ করতে পারে। এতে কোনও বাধা নেই। তার পর ইউনেসকোর তরফ থেকে দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ার কথা তুলে ধরে রাজ্য জানায়, এটা শুধু রাজ্যের নয়, দেশের জন্যও গর্বের বিষয়। সরকার হলফনামায় জানিয়েছে, সংবিধানের ৫১ (এ) ধারা অনুযায়ী, হেরিটেজ রক্ষার দ্বায়িত্ব দেশের প্রত্যেক নাগরিকের। সেই মোতাবেক রাজ্য সরকারের কাছে প্রত্যাশা করা হয়, তারা যেন এগুলির সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করে। দুর্গাপুজোর দিনগুলিতে উৎসবকে মসৃণ ভাবে পরিচালনা করার জন্য এই অর্থ বরাদ্দ করা হয়। কোনও নির্দিষ্ট সম্প্রদায়কে উৎসাহিত করার জন্য নয়।

spot_img

Related articles

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...

যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

প্রতিকূল আবহাওয়ার কারণে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ ভেস্তে গেল।  গোটা...

বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন রুটে হবে কলকাতা ম্যারাথন? জানুন বিস্তারিত

আগামী ২১ ডিসেম্বর টাটা স্টীল কলকাতা ম্যারাথন(25K Kolkata)। তার  আগে বুধবার একটি সাংবাদিক সম্মেলনে ম্যারাথনের রুট ঘোষণা হল। ...