Saturday, November 15, 2025

ট্রেনের অপেক্ষায় স্টেশনে বসে থাকতে দিতে হবে ঘণ্টা পিছু টাকা, ঘোষণা রেলের

Date:

Share post:

ট্রেনের অপেক্ষায় স্টেশনে বসে আছেন ঘণ্টার পর ঘণ্টা।বসতেই পারেন, কিন্তু তার জন্য দিতে হবে ঘণ্টা পিছু ৩০ টাকা। সম্প্রতি রেল জোনগুলিতে এরকমই কিছু নির্দেশ দিয়েছেন রেলবোর্ডের যুগ্ম নির্দেশক আশুতোষ মিত্র।তিনি জানিয়েছেন, স্টেশনগুলিতে দ্বিতীয় শ্রেণীর প্রতিক্ষালয়গুলি এবার বেসরকারি- সংস্থার হাতে তুলে দেওয়া হবে।
নির্দেশিকায় বলা হয়েছে, বাতানুকূলহীন প্রতিক্ষালয়ে অপেক্ষা করতে ঘণ্টায় দিতে হবে ৩০ টাকা। সেইসঙ্গে স্টেশনের খোলা জায়গাতেও ট্রেনের অপেক্ষা করতে পারবেন না যাত্রীরা। ট্রেন ছাড়ার আধ ঘণ্টা আগে স্টেশনে ঢোকার অনুমতি পাবেন সকলে। এমনিতে কয়েক বছর আগে উচ্চ শ্রেণীর যাত্রীদের জন্য যে বাতানুকূল প্রতিক্ষালয়গুলি ছিল, সেখান থেকে টাকা নেওয়া শুরু হয়। ঘণ্টায় দশ টাকা করে নেওয়া হয়। এতকাল ধরে বাতানুকূল বিহীন প্রতিক্ষালয়গুলি বিনা পয়সায় যাত্রীরা ব্যবহার করতেন। কিন্তু এবার সেখানেও লাগবে টাকা।
কী বলা হয়েছে নতুন নিয়মে ? নির্দেশিকা অনুযায়ী, যাত্রীরা ট্রেন ছাড়ার তিন ঘণ্টা আগে প্রতিক্ষালয়ে আসতে পারবেন এবং অপেক্ষা করতে পারবেন। কিন্তু সেটা অবশ্যই ৩০ টাকা দিয়ে। এদিকে নতুন নিয়ম নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে রেলের অন্দরে। আগামী কয়েকদিনের মধ্যেই এই নিয়ম চালু করা হবে বলে জানিয়েছে রেল।

আরও পড়ুন- নিলামে নরেন্দ্র মোদির উপহার সামগ্রী, নমামি গঙ্গা প্রকল্পে যাবে বিক্রির টাকা
পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন, ‘এই সিদ্ধান্তে যাত্রীদের ওপর চাপ পড়বে নিশ্চিত। তবে ঝামেলা এড়াতে এবং খরচ বাঁচাতে এর থেকে ভালো উপায় আর কিছুই নেই। এখন স্লিপারের যাত্রীদের অপেক্ষার খরচ না নেওয়া হলেও, ওই প্রতিক্ষালয়ের সব দায়িত্ব সামলায় বেসরকারি সংস্থা’। নতুন নিয়মের পর বাতানুকূল প্রতিক্ষালয়ের ভাড়া ১০ টাকা থেকে ৫০ হবে বলে জানিয়েছেন রেলকর্তারা। একে একে সব পরিষেবা বেসরকারি সংস্থার হাতে যাবে। তাতে খরচ বাঁচবে রেলের।

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...