কাটল জট, ইডেনেই হচ্ছে লেজেন্ডস লিগ

তবে সিএবির তরফ থেকে শর্ত দেওয়া হয়েছে আয়োজকদের।

অবশেষে কাটল জট। গত কয়েক দিন ধরে ইডেনে লেজেন্ডস লিগের (Legends League) ম্যাচ হবে কি না, তা নিয়ে চলছিল টালবাহানা। অবশেষে সব টালবাহানার পরিসমাপ্তি। আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর ইডেনে লেজেন্ডস লিগের দুটো ম্যাচ হচ্ছে। সোমবার অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পর প্রতিযোগিতার আয়োজকদের অনুমতি দিয়ে দিল সিএবি।

সোমবার জরুরিভিত্তিক অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ডেকেছিল সিএবি। সেখানে উপস্থিত সবাইকে বিস্তারিতভাবে সবকিছু বলা হয়। ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল আয়োজকদের এক কর্তাকেও। যাতে কোনওরকম ভুল বোঝাবুঝি না থাকে। এবং দু’পক্ষের মধ্যেই যাতে স্বচ্ছতা বজায় থাকে। বৈঠকের পরই ঠিক হয়ে যায় যে ইডেনেই হবে প্রাক্তনদের দুটো ম্যাচ। তবে সিএবির তরফ থেকে শর্ত দেওয়া হয়েছে আয়োজকদের। জানা যাচ্ছে, জুয়া, গড়াপেটা বা গেমিংয়ের সঙ্গে যুক্ত কোনও সংস্থার নাম স্টেডিয়ামের কোথাও দেখানো যাবে না। এছাড়াও জানা যাচ্ছে, ম্যাচের জন্য বি, সি, কে, এল ব্লক এবং ক্লাবহাউস খুলে দেওয়া হবে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Previous articleফের মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী, হবে বিশেষ বৈঠক
Next articleশর্তসাপেক্ষে পুজো অনুদানে সিলমোহর হাইকোর্টের