বিজেপির নবান্ন অভিযানকে অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই তুঙ্গে উত্তেজনার পারদ। অশান্তি ও হিংসার আঁচ করতে পেরে অনেক আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছিল পুলিশ-প্রশাসন। সকাল থেকেই শুরু হয়ে যায় যান নিয়ন্ত্রণ। নবান্ন অভিযান রোখার জন্য রাস্তায় বিভিন্ন জায়গায় ব্যারিকেড দেয় প্রশাসন। দ্বিতীয় হুগলি সেতু ও হাওড়া ব্রিজ বন্ধ করে দেওয়া হয়।

এরই মধ্যে নবান্ন অভিযানে পুলিশি বাধা পেয়ে লালবাজারের সামনে হাঙ্গামা শুরু করে উন্মত্ত বিজেপি সমর্থকরা।
কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের সামনে পুলিশের সঙ্গে নবান্ন অভিযানে অংশ নেওয়া বিজেপি কর্মী-সমর্থকদের তুমুল ধস্তাধস্তি বেঁধে যায়। পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত বিজেপি সমর্থকরা। লালবাজারের সামনে এই ধুন্ধুমার পরিস্থিতির মধ্যেই পুলিশকে বোমা মারার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।

