ফের বোলপুরে সিবিআই, এবার অনুব্রত ‘ঘনিষ্ট’ ব্যবসায়ীকে তলব

0
3

পঞ্চায়েত ভোট এগিয়ে আসতে তৎপরতা বেড়েছে কেন্দ্রীয় সংস্থাগুলির। কয়েকদিন ছাড়া-ছাড়াই রাজ্যজুড়ে তল্লাশি অভিযানে নেমেছে সিবিআই। বুধবারও এর অন্যথা হয়নি। আজ সাতসকালে বীরভূমে পৌঁছে যায় সিবিআই। এরপর গরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের ‘ঘনিষ্ট’ ব্যবসায়ী  রাজীব ভট্টাচার্যকে তলব করে তারা।শুধু তাই নয় ব্যবসায়ী সুদীপ দে-কেও তলব করেন সিবিআই আধিকারিকরা। এর আগে তাঁর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। কিন্তু তেমন গুরুত্বপূর্ণ নথি না মেলায়, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত নথি নিয়ে যেতে বলা হয়েছে।

আরও পড়ুন:সিবিআই আর্জি খারিজ, এইমস নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করবে সিআইডিই

এদিন সকালে বোলপুরের রতনপল্লীতে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কয়েকজন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। এরপরই সেই সূত্র ধরে আজই অনুব্রত ‘ঘনিষ্ট’ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে তলব করে সিবিআই। আজ দুপুর ২টো নাগাদ তাঁকে তলব করা হয়েছে।

প্রসঙ্গত, গরু পাচার মামলায় বৃহস্পতিবার কোর্টে তোলা হবে সায়গাল হোসেনকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেই তদন্তের জন্যই হয়ত বুধবার সাতসকালে বীরভূমে পৌঁছয় সিবিআই আধিকারিকরা। তথ্য জোগাড়ের উদ্দেশ্যে ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে তলব করা হয়েছে। সিবিআই সূত্রের খবর, বোলপুরে একাধিক রাইস মিল রয়েছে রাজীবের। অনুব্রতের স্ত্রীর চিকিৎসায় ৬৬ লক্ষ টাকা দিয়েছিলেন রাজীব।  কেন তিনি এই টাকা দিয়েছিলেন,  এই টাকা ধার দিয়েছিলেন কি না, এর পাশাপাশি রাজীব ভট্টাচার্যের রাইসমিলের আয়ের উৎস কি, সেইসব তথ্য খতিয়ে দেখতেই এই তলব।