বেগুসরাইয়ের রাস্তায় দুই সাইকো-কিলারের বন্দুক হামলা, গুলিবিদ্ধ ১১

প্রায় ৪০ মিনিট ধরে বিভিন্ন জায়গায় গুলি চালিয়ে যায় সাইকো-কিলাররা ৷ তখনও পর্যন্ত পুলিশ কোনও পদক্ষেপ করেনি ৷ জানা গিয়েছে, দু'জন অপরাধী ৪টি থানা এলাকায় প্রায় ৪০ মিনিট ধরে এই কাণ্ড করে বেরিয়েছে ৷ তারপর তারা পটনার উদ্দেশ্যে রওনা দেয় ৷ ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয় ৷

প্রতীকী ছবি

গুলিবিদ্ধ ১১। বিহারের বেগুসরাইতে চাকিয়ার থার্মাল গেটের কাছে ২ জন সাইকো-কিলার এই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে ৷ একজন মারা গিয়েছেন এবং জখম ১০ ৷ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল নাগাদ দু’জন বাইক আরোহী হঠাৎ এলোপাথাড়ি গুলি চালাতে থাকে ৷ সঙ্গে সঙ্গে একজন প্রাণ হারান ৷ পুলিশ তদন্ত শুরু করেছে (Two suspected psycho killers shot people in Begusarai Bihar) ৷প্রায় ৪০ মিনিট ধরে বিভিন্ন জায়গায় গুলি চালিয়ে যায় সাইকো-কিলাররা ৷ তখনও পর্যন্ত পুলিশ কোনও পদক্ষেপ করেনি ৷ জানা গিয়েছে, দু’জন অপরাধী ৪টি থানা এলাকায় প্রায় ৪০ মিনিট ধরে এই কাণ্ড করে বেরিয়েছে ৷ তারপর তারা পটনার উদ্দেশ্যে রওনা দেয় ৷ ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয় ৷

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, প্রথম ঘটনাটি ঘটে বচওয়ারা থানা এলাকার গোধনায় ৷ দু’জন সাইকো-কিলার পাশ দিয়ে যাওয়া ৩ জনকে লক্ষ্য করে গুলি ছোড়ে ৷ গুলিবিদ্ধদের মধ্যে একজন বেসরকারি ফাইন্যান্স কোম্পানির কর্মী ৷ এরপর, তারা তেগরা থানার আধারপুরের কাছে পৌঁছয় ৷ সেখানে ২৮ নং জাতীয় সড়কে (NH-২৮) দীপক কুমার এবং বিকাশ কুমারকে গুলি করে ৷ তাঁদের প্রথমে তেগরার হাসপাতালে নিয়ে গেলেও পরে সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

হাসপাতালের আধিকারিক ডাঃ রামকৃষ্ণ কুমার বলেন, “দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ একজনের বয়স ৩০ এবং আরেকজনের ২৬ ৷ দু’জনেরই অবস্থা সংকটজনক ৷” দুর্ঘটনার পর পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে এবং বিহার পুলিশের সদর দফতরও সতর্ক রয়েছে ৷ এসপি যোগেন্দ্র কুমার বলেন, “দু’জন একটি বাইকে এসে লোকজনের দিকে গুলি করতে থাকে ৷ মনে হয়, তারা সাইকো-কিলার ৷ সব থানাগুলিকে ঘটনাটি জানিয়ে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ গাড়িগুলিতেও তল্লাশি চলছে ৷”

এডিজি জে এস গাংওয়ার বলেন, “এসপি এবং ডিআইজি দু’জনেই ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ অপরাধীদের ধরতে তল্লাশি চলছে ৷ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ চারদিকের জেলাগুলির পুলিশ হেডকোয়ার্টারকে সজাগ থাকার কথা জানানো হয়ছে ৷ জানা গিয়েছে, তারা সমস্তিপুর দিয়ে বেগুসরাইয়ে ঢুকে গুলি করতে শুরু করে ৷ তারপর পটনার দিকে পালিয়ে যায় ৷”

সমস্তিপুর থেকে মঙ্গলবার গভীর রাতে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাঁরা ওই দুই দুষ্কৃতী নন বলে পুলিশের কাছে দাবি করেছেন। তবে পুলিশ কোনও রকম ফাঁক রাখতে চাইছে না। ধৃত দু’জন এই ঘটনার সঙ্গে জড়িত কি না, তা জানতে রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। বেগুসরাইয়ের ঘটনার পর বিহারের সাত জেলায় সতর্কতা জারি করা হয়েছে।

 

Previous articleফের বোলপুরে সিবিআই, এবার অনুব্রত ‘ঘনিষ্ট’ ব্যবসায়ীকে তলব
Next articleচোখের জলে চিরবিদায়! কফিনবন্দি রানির দেহ পৌঁছল লন্ডনে