Sunday, August 24, 2025

পাঞ্জাবেও ‘অপারেশন লোটাস’, ১০ আপ বিধায়ককে মাথাপিছু ২৫ কোটির প্রস্তাব! অভিযোগ কেজরিওয়ালের

Date:

Share post:

মিশন দিল্লি ব্যর্থ হওয়ার পর, এবার সরকার পতনে BJP-র নজরে পাঞ্জাব! এই জল্পনা উস্কে দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের একটি অভিযোগকে ঘিরে। ভগবন্ত মান সরকারের পতনের জন্য গেরুয়া শিবিরের পক্ষ থেকে আপ বিধায়কদের ২০ থেকে ২৫ কোটি প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করলেন তিনি। তার দাবি, কয়েকদিন আগে BJP-র পক্ষ থেকে আপ বিধায়কদের সাথে টেলিফোনে যোগাযোগ করা হয়েছিল। এরপর পাঞ্জাবের ভগবন্ত সিং মান সরকারে পতনের জন্য প্রস্তাব দেওয়া হয় বিধায়কদের। ১০ জন আপ বিধায়ককে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করেছেন কেজরিওয়াল।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে ব্যবস্থা করে দেওয়া হবে বলে প্রস্তাবকারীরা বিধায়কদের আশ্বাস দেওয়া হয়। আর দল ভাঙানোর জন্য বিধায়ক পিছু ২০ থেকে ২৫ কোটি টাকা হবে বলে প্রস্তাব দেওয়া হয় বলে দাবি করেছেন তিনি। গত এক সপ্তাহের বেশি সময় ধরে বিধায়ক কেনার এই চেষ্টা BJP-র পক্ষ থেকে করা হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। কোন কোন বিধায়ককে এই প্রস্তাব দেওয়া হয়েছে, তা জানাতে চাননি কেজরিওয়াল। পাঞ্জাব সরকার পতনের জন্য BJP-র পক্ষ থেকে যাঁরা বিধায়কদের ফোন করেছিলেন, তাঁদের মধ্যে বেশ কয়েকজন পাঞ্জাবের বলে জানিয়েছেন তিনি। এছাড়া বাকিরা BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব বলে জানান তিনি।

আম আদমি পার্টির (AAP) বিধায়ক ও অর্থমন্ত্রী হরপাল চিমা অভিযোগ করেছেন, বিজেপির তরফে তাঁদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে দিল্লি গিয়ে বড় নেতাদের সঙ্গে দেখা করার। এবং দলবদলের ‘মূল্য’ হিসেবে মাথাপিছু ২৫ কোটি করে দেওয়ার।চিমা জানিয়েছেন, এমন প্রস্তাব দিয়ে তাঁদের এও বলা হয়েছে, পাঞ্জাবে রাজনৈতিক ক্ষমতার বদল হলেই দলবদলুদের জন্য থাকবে উঁচু পদ। একবার নয়, এই ধরনের প্রস্তাব একাধিক বার তিনি পেয়েছেন বলে জানিয়েছেন পাঞ্জাবের আপ বিধায়ক।

বর্তমানে ১১৭ আসন বিশিষ্ট পাঞ্জাব বিধানসভায় কেজরিওয়াল দলের বিধায়ক সংখ্যা ৯২। BJP-র বিধায়ক সংখ্যা মাত্র ২। এই অবস্থায় সরকার গঠন করতে হলে BJP-র দরকার কমপক্ষে ৫৭ জন বিধায়কের সমর্থন। পাঞ্জাবে সরকার গঠনে BJP-র পক্ষে আপ বিধায়ক ভাঙানো কতটা সম্ভব হবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ  করেছেন অনেকেই।

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...