Thursday, November 13, 2025

ত্রিপুরা বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পায়ে ৭৫ হাজারের জুতো! নিন্দার ঝড়

Date:

Share post:

শিল্প নেই। কর্মসংস্থান নেই। নেই ভালোমানের স্বাস্থ্য পরিষেবা। বেশিরভাগ মানুষের দু’বেলা দু’মুঠো খাবার জোটে না। সেই নেই রাজ্যে বর্তমান শাসক দলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পায়ে কি-না ৭৫ হাজারের জুতো! হ্যাঁ, ত্রিপুরার প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিপ্লব দেবের পায়ে ৭৫ হাজারি জুতো! যা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। নেট দুনিয়ায় তুমুল ভাইরাল বিপ্লবের সেই জুতো জোড়া।

বিপ্লববাবু এবার রাজ্যসভায় যাবেন। তার আগে পিছিয়ে পড়া এই রাজ্যের শাসক দলের অন্যতম শীর্ষ নেতার
পায়ে এই “মহার্ঘ” জুতো নিয়ে রীতিমতো অস্বস্তিতে গেরুয়া শিবির। বিশ্ববিখ্যাত “লুই ভিতাঁ” ব্র্যান্ডের জুতোর বিষয়টি সামনে আসতেই কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। যদিও বিজেপি আইটি সেল “ড্যামেজ কন্ট্রোল”-এ নেমে দাবি করেছে, বিপ্লবের পায়ে যে জুতোর ছবি ভাইরাল হয়েছে, তার দাম নাকি মাত্র ৪০০ টাকা। তবে বিজেপির নেতা-মন্ত্রীরা এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। মুখ লুকিয়ে বেড়াচ্ছেন।

তৃণমূল-সহ বিরোধীদের বক্তব্য, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেখানে নিজের নামাঙ্কিত ১০ লাখি পোশাক পরেন, সেখানে বিজেপির একজন রাজ্য নেতা হিসেবে বিপ্লবের পায়ে ৭৫ হাজারি জুতো দেখা যাবে, সেটাই তো স্বাভাবিক! বিরোধীদের আরও খোঁচা, রান্নার গ্যাস-সহ জ্বালানির দামবৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর আকাশ ছুঁয়েছে।
দেশের মানুষ খেতে পেলেন কি না সেদিকে নজর নেই, বিজেপি নেতারা শুধু নিজেদের নিয়েই ব্যস্ত। মানুষ সব দেখছে, বুঝছে। সময় মতো জবাব মানুষই দেবে।

আরও পড়ুন:আটদিন বন্দি করে মহিলাকে শারীরিক নির্যাতন, ফের কাঠগড়ায় যোগীরাজ্য

spot_img

Related articles

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...