Saturday, August 23, 2025

ফেডেরারকে শুভেচ্ছা মেসি-নাদালের

Date:

Share post:

বৃহস্পতিবারই টেনিস থেকে অবসর ঘোষণা করেছেন রজার ফেডেরার ( Roger Federer)। লেভার কাপের পর আর প্রতিযোগিতামূলক টেনিস খেলবেন না বলে জানিয়েছেন ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এমনটাই ঘোষণা করেছেন তিনি। গত বছর উইম্বলডনের পর চোটের জন্য খেলেননি ফেডেরার। তাঁর কোর্টে ফেরা নিয়ে চলছিল জল্পনা। তার মধ্যেই অবসর ঘোষণা করেন তিনি। আর ফেডেরারের এমন বিদায়বার্তা স্বাভাবিকভাবেই আলোচিত হচ্ছে ক্রীড়াজগতে। এই পরিস্থিতিতে এবার ফেডেরারকে শুভেচ্ছা জানালেন ক্রীড়াজগতের দুই কিংবদন্তী লিওনেল মেসি এবং রাফায়েল নাদাল। ফুটবল জগতের মানুষ হলেও মেসি ফেডেরারের অন্যতম বড় অনুরাগী। এদিকে টেনিস জগতে দুই মহারথী হিসেবে একে অন‍্যের সঙ্গে লড়ে গিয়েছেন ফেডেরার-নাদাল, অথচ দুজনের মধ্যেকার শ্রদ্ধা ও ভালোবাসা দেখার মত।

ফেডেরার অবসর নিতেই মেসি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “একজন অসাধারণ খেলোয়াড়, টেনিসের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব, এবং একজন অ্যাথলিট হিসেবে সকলের কাছে উদাহরণ। নতুন মঞ্চের জন্য শুভেচ্ছা, আমরা আপনাকে কোর্টে মিস করব।”

অপরদিকে কোর্টে যার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতে উঠতেন রজার, সেই নাদাল তার সোশ্যাল মিডিয়ায় লেখেন,” প্রিয় রজার, আমার প্রিয় বন্ধু ও প্রতিদ্বন্দ্বী। আমি চাইতাম যাতে এমন দিন কখনও না আসুক। আমার কাছে ব্যক্তিগতভাবে এবং ক্রীড়া বিশ্বের জন্য এটি খুবই দুঃখের দিন। খুবই আনন্দের এবং গর্বের বিষয় যে তোমার সঙ্গে এত বছর খেলতে পেরেছি, কোর্টের ভেতরে ও বাইরে এত মুহুর্ত উপভোগ করতে পেরেছি। আগামী ভবিষ্যতেও আমরা এমন আরও মুহুর্ত ভাগ করব, এখনও একসঙ্গে অনেক কিছু করার আছে, আমরা জানি। এখন, আমি তোমাকে শুভেচ্ছা জানাই তোমার স্ত্রী মিরকা, তোমার সন্তান, তোমার পরিবারের সঙ্গে আগামী দিনগুলির জন্য। লন্ডনে দেখা হচ্ছে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় বেলঘরিয়ায় আক্রান্ত শিক্ষক

তাঁর অপরাধ কী? তিনি রাস্তার ধারে বসে থাকা কয়েকজন যুবক যুবতীকে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেছিলেন। তাই রাস্তায়...

কাদের নিয়ে দুর্নীতি থামাবেন: বিজেপির চার মহারথীর তথ্য তুলে তুলোধনা তৃণমূলের

দুর্নীতি দমনে মোদির মিথ্যাচার বারবার ফাঁস করেছে তৃণমূলই। অথচ বারবার বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে অন্য দলের নেতারা যেভাবে...

কালা আইনের জন্য JPC একটা নাটক: তৃণমূলের কেউ থাকবে না কমিটিতে

তৃতীয় মোদি সরকারের জমানায় যতগুলি আইন পাশের জন্য বিল এসেছে, বিরোধীদের চাপে পড়ে সেগুলি সংসদের যৌথ সংসদীয় কমিটিতে...

অসুস্থ রুক্মিণী, পাশে নেই দেব !

ভালো নেই টলিউডের 'বিনোদিনী'(Binodini)। গ্ল্যামার হারিয়ে চোখে মুখে শুধুই অসুস্থতার ছাপ। দশ বছর আগের ছবি মুক্তি ঘিরে প্রাক্তনের...