Saturday, August 23, 2025

“আমি খুব অসুস্থ, আপনি বিচার করুন”, ফের ছলছল চোখে জামিনের কাতর আর্তি পার্থর

Date:

Share post:

ফের একবার আদালতে সশরীরে হাজিরা দিতে হল জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattapadhyay)। আজ, শুক্রবার আলিপুর জর্জ কোর্টের (Alipore Judge Court) বিশেষ সিবিআই আদালতে এসএসসি দুর্নীতি মামলার শুনানি ছিল। সেখানেই দু’পক্ষের সওয়াল-জবাবের সময়ে কার্যত কেঁদে ফেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। বিচারকের কাছে তিনি নিজেই জামিনের (Bail)কাতর আবেদন জানান।

এদিন বিচারকের সামনে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় ছলছল চোখে করুন মুখে বলেন, “আমার ভূমিকা কী? প্রাথমিক বোর্ড কিংবা এসএসসি (SSC) স্বয়ংশাসিত দফতর। তারা প্রার্থীদের বাছাই করত। স্যার, আমি খুব অসুস্থ। কে আমাকে সাহায্য করবে! সারাদিন অনেক ওষুধ খাই। বিচারের প্রতি আস্থা রাখছি। আপনি আপনার মতো বিচার করবেন। আপনার কাছে বিচারের আশায় আছি।”

ইডি হেফাজতের পর পার্থ চট্টোপাধ্যায় এখন প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দি। ইডির পর এবার সিবিআই তাঁকে হেফাজতে নিয়ে তদন্তে গতি বাড়াতে চায়। সিবিআই-এর দাবি, এসএসসি নিয়োগে দুর্নীতিতে মূল অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। তাঁর নির্দেশেই সমস্ত কিছু হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের সঙ্গে পার্থকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় তারা।

এরপর পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতে দাবি করেন, তাঁর মক্কেল এখন জেল হেফাজতেই রয়েছেন। তাই আলাদা করে কেন তাকে গ্রেফতার করতে চাইছে সিবিআই? জেলে গিয়েই তো জিজ্ঞাসাবাদ করা যায়। কোনও দুর্নীতি হয়ে থাকলে ওনার আড়ালে হয়েছে। সমাজের প্রতি পার্থ চট্টোপাধ্যায়ের দায়বদ্ধতা প্রমাণিত। অভিযোগও এখনও প্রমাণিত নয়। উনি কোথাও পালিয়েও যাচ্ছেন না। তা হলে হেফাজতের কী প্রয়োজন? তাই পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিলেও তদন্তে কোনও সমস্যা হবে না সিবিআইয়ের।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...