Saturday, November 8, 2025

উজবেকিস্তানে মোদি, বৈঠক পুতিনের সঙ্গে ,মঞ্চে কী জিনপিং-ও?

Date:

Share post:

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও-র বৈঠকে যোগ দিতে উজবেকিস্তানের সমরখন্দে সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকের ফাঁকে একাধিক দেশের রাষ্ট্রনায়কদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। এর মধ্যে রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে পূর্ব লাদাখে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এসসিও বৈঠকের মঞ্চে কী মুখোমুখি হবেন নরেন্দ্র মোদি ও শি জিনপিং? তা অবশ্য এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন:Kenya: ১৫ জন স্ত্রী, ১০৭ জন সন্তান! সুখেই আছেন ডেভিড সাকায়ো কালুহানা

বৃহস্পতিবার রাতে এসসিও-র বৈঠকে যোগ দিতে সমরখন্দ পৌঁছন প্রধানমন্ত্রী মোদি। সেখানে তাঁকে স্বাগত জানান উজবেকিস্তানের প্রেসিডেন্ট। কূটনৈতিক বিশেষজ্ঞদের দাবি, এসসিও-র বৈঠকের মাঝে মোদি-পুতিনের মধ্যে হতে চলা আলোচনা ভারতের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার থেকে সস্তায় অপরিশোধিত তেল আমদানি করে চলেছে নয়াদিল্লি। কিন্তু সম্প্রতি জি-৭ ভুক্ত দেশগুলি রাশিয়ার তেলের দামে ঊর্ধ্বসীমা বেঁধে দিতে চাইছে। এই অবস্থায় ভারত কি সস্তায় তেল আমদানি বজায় রাখবে? নাকি জি-৭ ভুক্ত দেশগুলির প্রস্তাব মতো রুশ তেলের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার রাস্তায় হাঁটবে নয়াদিল্লি?তা আজকের বৈঠকের পরই জানা যাবে।

অন্যদিকে ,বৃহস্পতিবার রাতে উজবেকিস্তানে মোদির যে কর্মসূচি প্রকাশ করা হয়েছে তাতে জিনপিং-মোদির বৈঠকের কথা নেই। তবে বিদেশ সচিব বিনয় কোয়াত্রা জানিয়েছেন, ঘটনাপ্রবাহ অনুযায়ী বাকি বৈঠকগুলির কথা জানানো হবে। ফলে জিনপিং-মোদি বৈঠক নিয়ে সংশয় থাকলেও তা যে হবে না সেটা এখনই বলা যাচ্ছে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।তবে নিঃসন্দেহে জিনপিংয়ের সঙ্গে পুতিন ও মোদির আলাদা বৈঠক হয় কিনা সেই বিষয়েই সকলের কৌতূহল তুঙ্গে।

spot_img

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...