গত ১২ সেপ্টেম্বর সিআইএসসি জাতীয় যোগা প্রতিযোগিতায় অনুর্ধ্ব-১৭ তে আর্টিস্টিক যোগাতে সোনার পদক জয় করেন বলাগড়ের সরণ্যা মণ্ডল। অপরদিকে গ্রুপ যোগাতে প্রথম হয়েছেন শিবম পাল।

ত্রিবেণী টিস্যু বিদ্যাপীঠ স্কুলের ছাত্রী সরণ্যা মণ্ডল ও ছাত্র শিবম পাল। দুজনেই সুযোগ পেয়েছেন খেলো ইন্ডিয়াতে। সরণ্যা-শিবমের পাশাপাশি জাতীয় যোগা প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন রিতম বন্দ্যোপাধ্যায়ও। শুক্রবার এই সকল কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল ত্রিবেণী টিস্যুস বিদ্যাপীঠের পক্ষ থেকে । এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিবেনী টিস্যুস বিদ্যাপীঠ স্কুলের প্রিন্সিপাল সংঘমিত্রা চট্টোপাধ্যায় , অ্যাকাডেমীর কো-অর্ডিনেটর রেশমা শর্মা, ফিজিক্যাল এডুকেশন এর শিক্ষিকা সুনন্দা সরকার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ।

এদিন সরণ্যা মন্ডল, শিবম পাল, রিতম বন্দ্যোপাধ্যায়কে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সংঘমিত্রা চট্টোপাধ্যায়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষিকা বলেন ৭০ বছর পা দেওয়া স্কুল ত্রিবেণী টিস্যুস বিদ্যাপীঠের গর্ব এই তিনজন ছাত্রছাত্রী জাতীয় যোগা প্রতিযোগিতায় পদক পাওয়ায় ও আইসিএসসি পরীক্ষায় ভালো ফল করায় । আগামী দিনে এই তিন জন ছাত্রছাত্রীর দৃষ্টান্তে অন্যান্য ছাত্রছাত্রীরা উৎসাহি হবে।

আরও পড়ুন:ভারতের ব্যাটিং লাইনে বিরাট-রোহিতই সম্পদ, বললেন প্রাক্তন আফগান অধিনায়ক
