Friday, November 14, 2025

বিজেপির নবান্ন অভিযানে ‘হিংসা’র তদন্তে রাজ্যে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদল

Date:

Share post:

নবান্ন অভিযানে(NabannaAviyan) পুলিশি হামলার অভিযোগ তুলেছে বিজেপি। আর সেই অভিযোগকে সামনে রেখেই শনিবার রাজ্যে পা রাখল কেন্দ্রীয় বিজেপির(BJP) পাঁচ সদস্যের প্রতিনিধি দল। জেপি নাড্ডার নির্দেশে তৈরি হয়েছে এই ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি(fact finding committee)। কমিটিতে রয়েছেন রাজ্যসভার সাংসদ ব্রজলাল (উত্তর প্রদেশ), লোকসভার সাংসদ কর্নেল রাজ্যবর্ধন সিং রাঠৌর, লোকসভার সাংসদ অপরাজিতা সারেঙ্গি, রাজ্যসভার সাংসদ সমীর ওরাও, পঞ্জাবের সুনীল জাখার। আজ নবান্ন অভিযানে গিয়ে আহত কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রতিনিধি দলের সদস্যরা। এবং রিপোর্ট পাঠাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতিকে।

জানা গিয়েছে, শনিবার সকালে মেডিক্যাল কলেজ হাসপাতালে যান কমিটির সদস্যরা। সঙ্গে ছিলেন রাজ্যের বিধায়ক অগ্নিমিত্রা পল। এই হাসপাতালে যে সমস্ত বিজেপি কর্মীরা চিকিৎসাধীন, তাঁদের সঙ্গে দেখা করেন তাঁরা। মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশাপাশি এদিন মীনাদেবী পুরোহিতর বাড়িতেও যান তাঁরা। প্রতিনিধি দলের তরফে জানানো হয়েছে, আগামিকালের মধ্যেই রিপোর্ট তৈরি হবে তা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাতে তুলে দেবেন তাঁরা।

উল্লেখ্য, গত মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান ছিল। যা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় জেলায় জেলায়। কলকাতাতেও অশান্তি, হিংসা দেখা যায়। এই অভিযানকে কেন্দ্র করে বহু বিজেপি কর্মী সমর্থক, পুরুষ-মহিলা নির্বিশেষে আক্রান্ত হন বলে অভিযোগ ওঠে। কলকাতার বহুদিনের কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের মাথায় পাঁচটি সেলাই পড়ে। কীভাবে এই ধরনের ঘটনা ঘটল, কেন এই পরিস্থিতি তৈরি হল সবটা জানতে চান কমিটির সদস্যরা।

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...