Friday, August 22, 2025

আপের প্রচার নয়: গুজরাটে সংবাদমাধ্যমকে হুমকি খোদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার!

Date:

Share post:

বিজেপি শাসিত গুজরাটে(Gujrat) আসন্ন বিধানসভা নির্বাচনে(Assembly Election) গেরুয়া শিবিরের মূল প্রতিদ্বন্দ্বী কেজরিওয়ালের দল আম আদমি পার্টি(AAP)। তাদের থামাতে চেষ্টার কোনও ত্রুটি রাখছে না গেরুয়া শিবির। আপ নেতৃত্বকে দুর্নীতির জালে ‘ফাঁসানোর’ চেষ্টার পাশাপাশি সংবাদমাধ্যম যাতে আপের সম্প্রচার না করে তার জন্য হুমকি দেওয়া হল খোদ সংবাদমাধ্যমকে। আর এই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে খোদ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হীরেন যোশির(Hiren Yoshi) বিরুদ্ধে। এই ইস্যুতেই এবার বিজেপির বিরুদ্ধে সরব হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arbind Kejriwal)।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানান। গুজরাট নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নামে আপের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনেন তিনি। তাঁর দলের নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশ্যে প্রথম জাতীয় কনক্লেভে ভাষণ দেওয়ার সময় কেজরিওয়াল বলেন, “প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন সরকার তাঁর দলের মন্ত্রী ও নেতাদের মিথ্যা দুর্নীতির মামলায় ফাঁসানোর চেষ্টা করছে কারণ বিজেপি গুজরাতে আপের ক্রমবর্ধমান জনপ্রিয়তা হজম করতে পারছে না।” কেজরিওয়ালের কথায়, “গুজরাট বিধানসভা নির্বাচনের আগে AAP-এর ক্রমবর্ধমান জনপ্রিয়তার জেরে বিজেপি এতটাই বিচলিত যে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হীরেন যোশি বেশ কয়েকটি টিভি চ্যানেলের মালিক এবং তাদের সম্পাদকদের গুজরাটে AAP পার্টির সমাবেশের কভারেজ না দেওয়ার জন্য হুমকি দিয়ে জানিয়েছেন, তাদের ভয়ানক পরিণতি হতে পারে।”

বিজেপির এহেন কাজের জেরে গেরুয়া শিবিরকে সতর্ক করে কেজরি জানান, “এটা করা বন্ধ করুন। যদি এই সম্পাদকরা জোশীর বার্তাগুলির স্ক্রিনশট শেয়ার করেন, তাহলে প্রধানমন্ত্রী এবং তাঁর উপদেষ্টা উভয়ই দেশের কাছে তাদের মুখ দেখানোর অবস্থানে থাকবেন না।” একইসঙ্গে জানান, “আমরা গুজরাটে সরকার গঠন করতে যাচ্ছি। শুধুমাত্র একজন অসৎ ব্যক্তি, একজন দুর্নীতিবাজ এবং একজন বিশ্বাসঘাতকই বলবে যে, বিনামূল্যে কিছু দেওয়া দেশের জন্য ভালো নয়। যদি কোনো রাজনীতিবিদ বলেন বিনামূল্যের দ্রব্য দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেবে, তাহলে তার উদ্দেশ্য ঠিক নয়।”

spot_img

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...