টি-২০ বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া উড়ে গেল ভারতীয় দল। সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিসিসিআই। বুধবার গভীর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয় দল। এ বারের টি-২০ বিশ্বকাপ শুরু হচ্ছে ২২ অক্টোবর। ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামবে টিম ইন্ডায়া। রওনা হওয়ার আগে বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, আরশদীপ সিংরা নিজেদের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন।

Australia bound ✈️. Exciting times ahead. ✌️ @yuzi_chahal @HarshalPatel23 pic.twitter.com/KtmertwefU
— Virat Kohli (@imVkohli) October 6, 2022
বিশ্বকাপ শুরু হওয়ার দু’সপ্তাহ আগেই অস্ট্রেলিয়া চলে গেলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। অস্ট্রেলিয়ার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই এত আগে সে দেশে চলে যাচ্ছেন রোহিতরা। বিশেষ করে, ভারতীয় দলের অনেকেরই অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা নেই। সেই কারণেই ভারতীয় বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও জানা যাচ্ছে বাড়তি প্রস্তুতি ম্যাচও খেলবেন রোহিত শর্মারা।

বিসিসিআইয়ের পক্ষ থেকে প্রকাশিত এই ছবিতে, অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি সহ দলের ১৪ জন খেলোয়াড়কে বাম দিকে দেখা যাচ্ছে। অন্যদিকে কোচ রাহুল দ্রাবিড় এবং দলের অন্যান্য সাপোর্ট স্টাফরা ডানদিকে দাঁড়িয়ে রয়েছেন। এই ছবিতে সকলইকে ব্লেজার পরে দেখা যাচ্ছে।

Picture perfect 📸
Let's do this #TeamIndia@cricketworldcup, here we come ✈️ pic.twitter.com/XX7cSg3Qno
— BCCI (@BCCI) October 5, 2022
আরও পড়ুন:Alexa: প্রযুক্তির কেরামতিতে প্রেমিকের পরকীয়া ধরল প্রেমিকা !
