চিকুনগুনিয়ায় (Chikungunia) আক্রান্ত হয়ে নবমীর রাতেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। সৌরভ পত্নীর অসুস্থতার খবর দ্রুত ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। দশমীর সকালেই হাসপাতালে নিজের স্ত্রীকে দেখতে যান সৌরভ (Sourav Ganguly)। ডোনার অসুস্থতার কারণে দশমীর সন্ধ্যায় বেশ কিছু অনুষ্ঠান বাতিল করেন মহারাজ। তবে হাসপাতাল সূত্রে খবর আগের থেকে ভালো আছেন ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। সব ঠিক থাকলে আজই হাসপাতাল থেকে ছাড়া হতে পারে তাঁকে।

চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী। আজ বৃহস্পতিবার তাঁর স্বাস্থ্যের পরীক্ষা করে চিকিৎসকেরা জানিয়েছেন আগের থেকে ভাল আছেন নৃত্যশিল্পী। নতুন করে তাঁর দেহে আর র্যাশ বেরোয়নি। বমি বমি ভাব অনেকটাই কমেছে। তাঁর ‘লিভার ফাংশন টেস্ট’ (LFT) করান হবে। সেই সঙ্গে রক্ত পরীক্ষাও হবে। হাসপাতাল সূত্রে খবর বারবার বাড়ি ফিরে যেতে চাইছেন তিনি। চিকিৎসকেরা বলছেন তাঁর রিপোর্ট ঠিক থাকলে আজ বিকেলের পরেই তাঁকে ছুটি দেওয়া হতে পারে।
