Sunday, August 24, 2025

রক্তক্ষয়ী যুদ্ধে ‘শান্তির দূত’, নোবেল পেলেন এলিস বিয়ালিয়াতস্কি সহ ২ মানবাধিকার সংগঠন

Date:

Share post:

রাশিয়া- ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধে শান্তির দূত হিসেবে ধরা দিয়েছিলেন বেলারুশের মানবাধিকার আইনজীবী এলিস বিয়ালিয়াতস্কি (Ales Bialiatski)। তারই পুরস্কার সহ। এবার নোবেল পুরস্কার পেলেন এই আইনজীবী। এছাড়াও নোবেল শান্তি পুরস্কারে এবার জায়গা করে নিয়েছে রাশিয়া ও ইউক্রেন ২ মানবাধিকার সংগঠন। তারা হল রাশিয়ান মানবাধিকার সংস্থা মেমোরিয়াল (Russian human rights organisation Memorial) এবং ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ (Center for Civil Liberties)।

এদিন পুরস্কার ঘোষণার পাশাপাশি নোবেল কমিটির তরফে জানানো হয়েছে, এই তিন পুরস্কার প্রাপক বিশ্বের দরবারে তাঁদের দেশের সাধারণ মানুষের কথা তুলে ধরেছেন। ক্ষমতায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রশ্ন করার অধিকারকে বারবার সমর্থন করেছেন এই তিন প্রাপক। সেই সঙ্গে মানুষের সাংবিধানিক অধিকার সুরক্ষিত করতেও লাগাতার প্রচেষ্টা চালিয়েছেন তাঁরা। যুদ্ধের সময় সাধারণ মানুষের দুর্দশার কথা যথাযথভাবে সকলের সামনে তুলে ধরেছেন। শান্তি ও গণতন্ত্র রক্ষায় সাধারণ মানুষের ভূমিকা অনস্বীকার্য, সেই বিষয়টি বারবার তুলে ধরেছেন তাঁরা।”

উল্লেখ্য, এলিস বিয়ালিয়াতস্কি ১৯৮০-র দশকে বেলারুশে গণতন্ত্র আন্দোলনের অন্যতম সূচনাকারী ছিলেন। গণতন্ত্রের প্রচার, শান্তিপূর্ণ উন্নয়নে তাঁর জীবন উৎসর্গ করেছেন। পাশাপাশি মানবাধিকার সংস্থা মেমোরিয়াল হল রাশিয়ায় রাজনৈতিক নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সংকলিত এবং পদ্ধতিগত তথ্য। অন্যদিকে, কিভের নাগরিক স্বাধীনতা কেন্দ্র ইউক্রেনে মানবাধিকার ও গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই কেন্দ্র ইউক্রেনীয় নাগরিক সমাজকে শক্তিশালী করার জন্য এবং ইউক্রেনকে একটি পূর্ণাঙ্গ গণতন্ত্রে পরিণত করার জন্য কাজ করে চলেছে।

spot_img

Related articles

DHFC-ক পারফরম্যামন্স নিয়ে গর্বিত অভিষেক, দিলের শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...