Saturday, January 10, 2026

এবার সৌরভ-বিতর্কে মুখ খুললেন অরুণ ধুমাল

Date:

Share post:

এবার সৌরভ-বিতর্কে মুখ খুললেন বিসিসিআই-এর কোষাধ্যক্ষ অরুণ ধুমাল (Arun Dhumal)। বলে দিলেন বোর্ডে কেউ সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বিরুদ্ধে একটি শব্দও বলেননি। বরং সবকিছু তাঁর সঙ্গে আলোচনা করেই হয়েছে। ‘‘স্বাধীন ভারতে কোনও বোর্ড সভাপতি তিন বছরের বেশি চেয়ারে থাকেননি। বোর্ডের কিছু সদস্য দাদার বিরুদ্ধে গিয়েছিল বলে মিডিয়াতে যা বলা হচ্ছে, তা একেবারে ভিত্তিহীন।”এমনটাই জানালেন বিদায়ী কোষাধক্ষ্য।

এমনকি, ধুমাল এ-ও বলেছেন যে সৌরভ আইপিএল চেয়ারম্যান হতে রাজি হলে তিনি বোর্ডের নতুন কমিটিতে থাকার সুযোগ পেতেন না। ১৮ অক্টোবর এজিএমে ব্রিজেশ প্যাটেলের জায়গায় নতুন আইপিএল চেয়ারম্যান হতে চলেছেন ধুমল। এই প্রস্তাব আগে সৌরভকে দেওয়া হয়েছিল। একবার বোর্ড সভাপতি থাকার পর তিনি কোনও সাব কমিটির মাথায় বসতে রাজি হননি।

ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে দেশের অন্যতম সেরা অধিনায়কের বিদায় নিশ্চিত হয়ে যাওয়ার পরই বিতর্ক শুরু হয়ে গিয়েছিল। তবে সৌরভ আগেরদিন কলকাতায় এক অনুষ্ঠানে বলেছেন, কেউ চিরকাল এক পদে থাকে না। আগামি দিনে নতুন কোনও দায়িত্বে দেখা যাবে তাঁকে। এরপরই এই বিষয়ে মুখ খুললেন ধুমাল। তিনি বলেন, “সৌরভের জমানায় গত তিন বছরে, বিশেষ করে কোভিডের চ্যালেঞ্জের মধ্যে বোর্ড যেভাবে চলেছে তাতে সবাই সন্তুষ্ট। দাদার অসাধারণ ক্রিকেট কেরিয়ার। দারুণ লিডার। প্রশাসক হিসাবেও সবাইকে নিয়ে কাজ করেছেন।”

আরও বলেছেন ভাবী আইপিএল চেয়ারম্যান।ধুমালের আরও দাবি, আগামী বছরের বিশ্বকাপের কথা মাথায় রেখে রজার বিনিকে সভাপতি বাছা হয়েছে। তাঁর এখন ৬৭। তিন বছর পর ৭০ হয়ে গেলে এই দায়িত্ব নেওয়ার সুযোগ থাকত না। এটা নিয়ে সৌরভের সঙ্গেও কথা হয়েছে ’৮৩-র বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্যের। কোষাধ্যক্ষ হিসাবে তাঁর জমানায় দুটি নতুন আইপিএল দল এনে ১২ হাজার কোটি টাকা তুলে আনাকে বিরাট সাফল্য বলে দাবি করেছেন ধুমাল। সেইসঙ্গে আইপিএল মিডিয়া রাইটস থেকে পাঁচ বছরে উঠে আসবে ৪৮,৩৯০ কোটি টাকা।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...