Tuesday, August 26, 2025

নন্দীগ্রামে কুণালের সভাকে ভয়, শুভেন্দুর নির্দেশে তৃণমূলের উপর হামলা বিজেপির গুন্ডাদের

Date:

Share post:

রাজ্যে সন্ত্রাসের রাজনীতি কায়েম করতে চাইছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। একুশে হারের জ্বালা মেটাতে নোংরা রাজনীতি শুরু করেছেন তিনি। শান্ত বাংলাকে অশান্ত করতে ক্রমাগত ফন্দি-ফিকির করছেন শুভেন্দু। একদিকে সাম্প্রদায়িক রাজনীতি অন্যদিকে প্রতিহিংসা, এই দুইয়ে মিলিয়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছেন।

এবার শুভেন্দুর নির্দেশে নন্দীগ্রামে সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। তৃণমুল কর্মীদের উপর হামলা এবং সন্ত্রাস চালাচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা। এমন অভিযোগ তুলে নন্দীগ্রামের মহেশপুরে রাস্তায় বসে অবস্থান অবরোধ বিক্ষোভ দেখালেন স্থানীয় তৃণমূলের নেতা-কর্মীরা।

ন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ডাকে বিজয়া কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে শুভেন্দুও হাজির। সেই এলাকাতেই তৃণমূলের নেতা-কর্মীরা বিজেপির বিরুদ্ধে হামলা ও সন্ত্রাসের অভিযোগ তুলে রাস্তা অবরোধ এবং অবস্থান আন্দোলন শুরু করেছে।

আগামিকাল নন্দীগ্রামে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পূর্ব ঘোষিত সভা। সেই সভাকে ভয় পেয়েছে বিজেপি। তাই তার আগেই তৃণমূলের উপর এই পরিকল্পিত হামলা করে এলাকায় আতঙ্কের পরিস্থিতি তৈরি করতে চাইছে গেরুয়া শিবির। যার মাস্টারমাইন্ড খোদ শুভেন্দু বলে অভিযোগ।

তৃণমূলের দাবি, সবকিছু জেনেও নিষ্ক্রিয় রয়েছে পুলিশ। প্রতিবাদে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে নন্দীগ্রামের তেখালি মহেশপুর রাস্তা অবরোধ করে সকাল থেকে বিক্ষোভ দেখায় তৃণমূলের নেতা-কর্মী সমর্থকরা। টায়ার জ্বালিয়ে দেখানো হয় বিক্ষোভ৷

অবরোধ তুলতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী৷ পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা৷ তৃণমূলের এই বিক্ষোভ ঘিরে যথেষ্টই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷

আরও পড়ুন- বাবরের জন্মদিনে কেক আনলেন ফিঞ্চ, সেলিব্রেশনে সামিল রোহিত-উইলিয়ামসনরা

spot_img

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...