Monday, May 5, 2025

‘মদ্যপ অবস্থায় ট্রেনে উঠেছিলাম’ স্বীকার করলেন ট্রেন থেকে পড়ে যাওয়া সজল

Date:

Share post:

চলন্ত ট্রেনে তুমুল বচসা। যার জেরে এক যাত্রীকে ধাক্কা মেরে ঠেলে ফেলে দেন অপর এক যাত্রী। শনিবার রাতে হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেসের একটি ভিডিয়ো দেখে আঁতকে ওঠেন অনেকেই। ক্ষতবিক্ষত অবস্থায় ট্রেন থেকে পড়ে যাওয়া ওই জখম ব্যক্তিকে উদ্ধার করে রেল পুলিশ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালেও ভর্তি করা হয় তাঁকে। জানা যায়, আহত ওই ব্যক্তির নাম সজল শেখ। হাসপাতালের শয্যায় সজল স্বীকার করেন, মত্ত অবস্থায় ট্রেনে ওঠেন তিনি। ঠিক কী ঘটেছিল শনিবার রাতে ?

আরও পড়ুন:চলন্ত ট্রেন থেকে সহযাত্রীকে ধাক্কা মেরে ফেলে দিলেন আরেক যাত্রী,জখম যুবক উদ্ধার

সজল জানান, ‘‘কাল আমি সাঁইথিয়া থেকে আসছিলাম। মল্লারপুরে নেমে হালকা ড্রিঙ্ক  করেছিলাম। ড্রিঙ্ক করে ইন্টারসিটি এক্সপ্রেস ধরে বাড়ি আসছিলাম। ট্রেনের তিন-চার জন যাত্রী নিজেদের মধ্যে গালাগালি করছিল। পাশে কয়েকটি পরিবারের লোকজন বসে ছিলেন। আমি বারণ করেছিলাম ওদের (গালাগালি দিতে)। সেটাই দোষের হয়ে গেল। আমার কলার ধরেছিল। আমি পকেট থেকে ব্লেড বার করেছিলাম ওদের মারার জন্য। তারপর যে কখন আমায় গাড়ি থেকে ফেলে দিয়েছে, সেটা আমার মনে নেই।’’

কিছুক্ষণ পর ফের সজল বলেন,  ‘‘যখন হুঁশ এল, দেখছি রেললাইনে পড়ে আছি। মাথা থেকে পা যন্ত্রণা করছে। তার পর কিছু মনে নেই।যারা মেরেছিল, দেখলে চিনতে পারব।’’

প্রসঙ্গত, শনিবার রাতে হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেসের সজলকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার একটি ভিডিয়ো প্রকাশ্যে আনেন এক সহযাত্রী। ওই ভিডিয়ো নিয়েই পুলিশের কাছে অভিযোগ জানান তিনি। এরপর ভিডিয়োর সূত্র ধরেই পুলিশ সজলকে রক্তাক্ত অবস্থায় তারাপীঠ রোড ও রামপুরহাট স্টেশনের মাঝে রেললাইনের ধার থেকে উদ্ধার করে। এমনকি রামপুরহাট মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন সজল। অন্যদিকে রেল পুলিশ জানিয়েছে, সজলকে ধাক্কা মেরে ট্রেন থেকে ফেলে দেওয়া ওই ব্যক্তির খোঁজ চালানো হচ্ছে।

spot_img

Related articles

ভূমিকম্পের পূর্বাভাস মিলবে সংখ্যাতত্ত্বে, গবেষণায় অভূতপূর্ব সাফল্য বাঙালি অধ্যাপকের

জলবায়ু ও আবহাওয়ার নির্ভুল পূর্বাভাস মিললেও, ভূমিকম্প(Earthquake) বা অগ্ন্যুৎপাতের আগাম সতর্কবার্তা দেওয়া কার্যত অসম্ভব ছিল বিজ্ঞানীদের কাছে। সেই...

বড়বাজারের অগ্নিকাণ্ডের জের! সমস্ত হোটেল-স্কুলে ফায়ার সেফটি অডিট করার সিদ্ধান্ত রাজ্যের 

বড়বাজারের ঋতুরাজ হোটেলে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্যজুড়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। অগ্নিকাণ্ডে ১৪ জনের মর্মান্তিক মৃত্যুর প্রেক্ষিতে এবার রাজ্যের...

হিমালয়ের হিমবাহ গলে বাড়ছে সমুদ্রের জলস্তর, বিপদে ভারতও

বিশ্ব উষ্ণায়ন(Global Warming) থেকে রক্ষা নেই হিমালয়ের(Himalaya) সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টেরও(Mount Everest)। এভারেস্টের উচ্চতম হিমবাহ সাউথ কোলও দ্রুত গলছে।...

বিজেপির হিন্দুত্বের মুখোশ খুলে গেছে : জয়প্রকাশ

দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে বিজেপি। অহেতুক কুৎসা রটনা যেন সহজাত হয়ে দাঁড়িয়েছে পদ্ম শিবিরের।...