Friday, November 7, 2025

নর্থইস্টের বিরুদ্ধে ম‍্যাচ জিতে ডার্বি নিয়ে ভাবনা শুরু লাল-হলুদ কোচের

Date:

Share post:

বৃহস্পতিবার মরশুমে প্রথম জয় পায় ইস্টবেঙ্গল এফসি। নর্থইস্ট ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে চলতি আইএসএল-এ জয়ের মুখ দেখল স্টিফেন কনস্ট‍্যান্টাইনের দল। আর এই জয়ের পরই উচ্ছসিত লাল-হলুদ কোচ। ডার্বির আগে এই জয় দলের মনবল বাড়াবে বলে মনে করছেন স্টিফেন।

এদিন ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে স্টিফেন বলেন,” জিতলে ভাল অনুভূতি হয়ই। নর্থইস্টের বিরুদ্ধে আমরা টানা অনেকক্ষণ ভাল খেলেছি। সমর্থকদের এটাই বলব, ধীরে হলেও ক্রমশ ভাল ফর্মের দিকে যাচ্ছি আমরা। ডার্বির মতো ম্যাচে যে কোনও ফল হতে পারে। আমরা ম্যাচটার দিকে তাকিয়ে আছি আত্মবিশ্বাস নিয়ে। ডার্বির আগে এই জয়টা দরকার ছিল।”

অবশেষে লিগের তৃতীয় ম্যাচে জয়। তাও আবার ৩-১ গোলে। এই নিয়ে স্টিফেন বলেন, “প্রথম দুই ম্যাচে হার নিয়ে অনেক কথা হয়েছে। দলে সঠিক ভারসাম্য আনার জন্য দলে কতগুলো পরিবর্তন করা হয়। কেরালার বিরুদ্ধে প্রথম ম্যাচে এবং এফসি গোয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে আমরা খারাপ খেলিনি। দলের ছেলেদের পারফরম্যান্সের জন্য আমি গর্বিত। প্রথম দুটো ম্যাচও আমরা জিততে পারতাম। জিততে পারিনি সেটা ভাগ‍্য। কিন্তু নর্থইস্টের বিরুদ্ধে যথেষ্ট দাপট নিয়ে জিতেছি। এবার পরের ম্যাচের জন্য অপেক্ষা। আমরা ডার্বি নিয়ে পরিকল্পনাও শুরু করে দিয়েছি। প্রস্তুতি শুরু হবে। পরের ম‍্যাচ ডার্বি। তাই ডার্বির ফোকাস আমাদের।”

নর্থইস্টের বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল খেয়ে বসে ইস্টবেঙ্গল। প্রতি ম‍্যাচে একই সমস্যা। এই নিয়ে লাল-হলুদের হেডস‍্যার বলেন,” এটা নিছকই একটা দুর্ঘটনা, যা আমাদের দোষে হয়েছে । ম্যাচের শেষ দিকে যখন কিছুটা অসাবধান হয় ছেলেরা তখনই গোল খেয়ে ফেলি আমরা। শেষ দিকে ক্লান্ত হয়ে মনসংযোগেও প্রভাব ফেলে। ফলে এক গোল খাই। তবে যাই হোক, ম‍্যাচে জয় এসেছে। এবার আমাদের ডার্বি নিয়ে ভাবা শুরু।”

আরও পড়ুন:রবিবার ভারত-পাক মহারণ, প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার

 

 

spot_img

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...