Sunday, August 24, 2025

আশঙ্কাকে সত্যি করে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’, তৎপর জেলা প্রশাসন

Date:

Share post:

পূর্বাভাসমত গভীর নিম্নচাপে পরিণত হল পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। আবহাওয়া দফতর তরফে খবর, রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এই গভীর নিম্নচাপ অঞ্চল। আর তার পরই এই গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে পরিণত হবে ঘূর্ণিঝড়ে। সেইমত রাজ্যের উপকূলীয় জেলাগুলিতে চলছে মাইকিং। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি হয়েছে।সোমবার থেকে বন্ধ থাকবে ফেরি সার্ভিসও।

আরও পড়ুন:শিয়রে ‘সিত্রাং’!কালীপুজোর দিনই ভারী বৃষ্টির সতর্কতা

ঘূর্ণিঝড় সিত্রাং যে বাংলায় আছড়ে পড়বে না, তা আগেই জানিয়েছে আবহাওয়া দফতর।  তবে এর প্রভাব পড়বে রাজ্যে, কারণ সুন্দরবনের উপর দিয়ে গিয়ে বাংলাদেশে আছড়ে পড়বে সিত্রাং। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রবিবার সকাল থেকেই উপকূলীয় জেলাগুলির আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করেছে।রবিবার সকাল থেকেই  মেঘলা আকাশ। আগাম সর্তকতামূলকভাবে ইতিমধ্যেই বহু মানুষকে নিরাপদে সরানোর ব্যবস্থা করা হয়েছে।আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার সকাল থেকেই জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

আবওয়া দফতর সূত্রের খবর, সোমবার সুন্দরবন এলাকা দিয়ে ঢুকবে ঘূর্ণিঝড় সিত্রাং। বাংলাদেশের তিনকোনা ও সন্দীপ এর মাঝামাঝি স্থলভাগে প্রবেশ করবে মঙ্গলবার সকালে। ঘণ্টায় গতিবেগ থাকবে ১০০ কিলোমিটার। এর প্রভাবে বঙ্গে ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও বইবে ঝোড়ো হাওয়া। সোম ও মঙ্গলবার জলোচ্ছ্বাস হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সমুদ্র উপকূলে। যার জেরে নদী বাঁধ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সমুদ্রের জল ঢুকে পড়তে পারে নিচু এলাকায়। প্রচুর বাড়ি ঘর ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।পর্যটকদের সমুদ্র স্নান নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। আগেভাগেই হোটেল ফাঁকার নির্দেশ দিয়েছে প্রশাসন। ক্যানসেল হয়েছে বুকিং।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...