Sunday, August 24, 2025

নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামার আগে দীর্ঘক্ষণ নেটে গা ঘামালেন বিরাট

Date:

Share post:

বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের পরবর্তী ম‍্যাচ খেলতে নামবে ভারতীয় দল। তার আগে আজ মঙ্গলবার ঐচ্ছিক অনুশীলনে বিরাট কোহলিরা। এদিন দীর্ঘক্ষণ পিচে গা ঘামান বিরাট।

জানা যাচ্ছে, সিডনির মাঠে গা গরম করার পর কোহলিই প্রথম নেটে ব্যাট হাতে অনুশীলন শুরু করেন। তিনি প্রথমে একটি নেটে ভারতীয় দলের ভিডিও অ্যানালিস্ট হরিপ্রসাদের সঙ্গেও থ্রোডাউন অনুশীলন করেন, এরপর তিনি দ্বিতীয় নেটে গিয়ে রাঘবেন্দ্র, দয়ানন্দের সঙ্গেও থ্রোডাউন অনুশীলন করেন। তিনি প্রায় ২০ মিনিট থ্রো ডাউন অনুশীলন করেন। এরপর তিনি তৃতীয় নেটে চলে যান এবং সেখানে তিনি মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চ‍্যাহাল, হার্শাল প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে অনুশীলন করেন।

এদিন ভারতের জন্য এটি ঐচ্ছিক ছিল অনুশীলন পর্ব। যেখানে হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং এবং মোহম্মদ শামি বিশ্রাম পান। তবে দলের অধিনায়ক রোহিত শর্মা এবং ওপেনার কেএল রাহুল ব্যাটিং অনুশীলন করেন। পিচে তাঁরা থ্রোডাউন অনুশীলন করেন। এছাড়াও দীনেশ কার্তিক, দীপক হুডা, ঋষভ পান্থকেও অনেক সময় ধরে অনুশীলন করতে দেখা যায়।

সব মিলিয়ে ভারতীয় দলের বোলার এবং ব্যাটার সকলেই কঠোর পরিশ্রম করেন। ২৭ তারিখ নেদারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। তার আগে জোর প্রস্তুতি ভারতীয় দলে।

আরও পড়ুন:বেজে গিয়েছে ডার্বির ডামামা, বড় ম‍্যাচ নিয়ে কী বললেন প্রীতম কোটাল?

 

 

spot_img

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...