Friday, January 16, 2026

নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামার আগে দীর্ঘক্ষণ নেটে গা ঘামালেন বিরাট

Date:

Share post:

বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের পরবর্তী ম‍্যাচ খেলতে নামবে ভারতীয় দল। তার আগে আজ মঙ্গলবার ঐচ্ছিক অনুশীলনে বিরাট কোহলিরা। এদিন দীর্ঘক্ষণ পিচে গা ঘামান বিরাট।

জানা যাচ্ছে, সিডনির মাঠে গা গরম করার পর কোহলিই প্রথম নেটে ব্যাট হাতে অনুশীলন শুরু করেন। তিনি প্রথমে একটি নেটে ভারতীয় দলের ভিডিও অ্যানালিস্ট হরিপ্রসাদের সঙ্গেও থ্রোডাউন অনুশীলন করেন, এরপর তিনি দ্বিতীয় নেটে গিয়ে রাঘবেন্দ্র, দয়ানন্দের সঙ্গেও থ্রোডাউন অনুশীলন করেন। তিনি প্রায় ২০ মিনিট থ্রো ডাউন অনুশীলন করেন। এরপর তিনি তৃতীয় নেটে চলে যান এবং সেখানে তিনি মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চ‍্যাহাল, হার্শাল প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে অনুশীলন করেন।

এদিন ভারতের জন্য এটি ঐচ্ছিক ছিল অনুশীলন পর্ব। যেখানে হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং এবং মোহম্মদ শামি বিশ্রাম পান। তবে দলের অধিনায়ক রোহিত শর্মা এবং ওপেনার কেএল রাহুল ব্যাটিং অনুশীলন করেন। পিচে তাঁরা থ্রোডাউন অনুশীলন করেন। এছাড়াও দীনেশ কার্তিক, দীপক হুডা, ঋষভ পান্থকেও অনেক সময় ধরে অনুশীলন করতে দেখা যায়।

সব মিলিয়ে ভারতীয় দলের বোলার এবং ব্যাটার সকলেই কঠোর পরিশ্রম করেন। ২৭ তারিখ নেদারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। তার আগে জোর প্রস্তুতি ভারতীয় দলে।

আরও পড়ুন:বেজে গিয়েছে ডার্বির ডামামা, বড় ম‍্যাচ নিয়ে কী বললেন প্রীতম কোটাল?

 

 

spot_img

Related articles

বেতন কমাচ্ছে একাধিক দল, আইএসএল ছাড়লেন শেষ মরশুমের সর্বোচ্চ গোলদাতাই

আইএসএলের(ISL) দিনক্ষণ ঘোষণা হয়েছে। কিন্তু ফর্ম্যাট বা সূচি ঘোষণা করতে এখনও পারেনি ফেডারেশন। ফলে ভারতীয় ফুটবলের উপর ভরসা...

সুপ্রিম নির্দেশে মিটছে রাজ্যের স্থায়ী উপাচার্য সমস্যা

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের ৮ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য (Vice Chancellor) নিয়োগকে কেন্দ্র করে অবসান হতে চলেছে জটিলতার। শীর্ষ...

কোন কোন OBC শংসাপত্র গ্রহণযোগ্য? বিজ্ঞপ্তি জারি

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় OBC শংসাপত্রের বৈধতা সংক্রান্ত জটিলতার অবসান হয়েছে। কলকাতা হাই কোর্টের (Calcutta High...

সামান্য তুলোতেই উঠে গেল ভোটের কালি! মহারাষ্ট্র পুরনিগম নির্বাচনে তবু পুনর্নির্বাচন নয়

নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ। ফল ঘোষণার প্রস্তুতি মহারাষ্ট্র রাজ্য নির্বাচন কমিশনের। অথচ এরপরেও মিলল না ভোটের কালি (indelible...