রাজ্যের তরফে মিলছে না বরাদ্দ টাকা, আর্থিক সমস্যায় NCC, চিঠি গেল প্রতিরক্ষা মন্ত্রকে

রাজ্য সরকারের(State govt( থেকে মিলছে না বরাদ্দ অর্থ, যার জেরে চূড়ান্ত আর্থিক সংকটের মুখোমুখি ন্যাশনাল ক্যাডেট কর্পস (NCC)। এহেন অবস্থায় এনসিসি-র ডিরেক্টর জেনারেলকে (ডিজি) চিঠি লিখে সমস্যার কথা জানিয়েছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (এডিজি)। সেই চিঠি এবার পাঠিয়ে দেওয়া হল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকেও(defence ministry)।

আর্থিক সংকটের কথা তুলে ধরে চিঠিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার তাদের জন্য বরাদ্দ বাজেটে কাটছাঁট করেছে। এনসিসি-কে টাকা দেওয়া হচ্ছে না। এনসিসি-র জন্য রাজ্য সরকারের তরফে বরাদ্দ বাজেটের পরিমাণ ২৫ শতাংশ (বার্ষিক ৫ কোটি টাকা)। তার মধ্যে এখনও পর্যন্ত এনসিসি-কে দেওয়া হয়েছে মাত্র ৮০ লক্ষ টাকা। টাকার সমস্যা এতোটাই গুরুতর আকার নিয়েছে যে নতুন করে ক্যাডেট নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ হয়েছে ক্যাম্পের আয়োজন। অভিযোগ, মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মোট ৬ দফায় রাজ্য সরকারের কাছে ফান্ডের আবেদন করা হয়। মুখ্যসচিব ও অর্থসচিবের কাছে টাকার জন্য দরবার করে এনসিসি। তা সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি।

উল্লেখ্য, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি সাহায্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠরত তরুণ-তরুণীদের এনসিসি-তে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। প্রতি বছর ২৬ জানুয়ারি দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজেও অংশ নেন এই ক্যাডেটরা। এ ক্ষেত্রে কেন্দ্রের তরফে বরাদ্দ থাকে ৭৫ শতাংশ টাকা। বাকি ২৫ শতাংশ রাজ্য সরকার দিয়ে থাকে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রাপ্য টাকা এনসিসি-কে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।