Wednesday, November 5, 2025

ডার্বিতে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর জনপ্রিয় সংলাপ নিয়ে বাগান সমর্থকদের খোঁচা লাল-হলুদ সমর্থকদের

Date:

Share post:

শনিবার ছিল ২০২২-২৩ আইএসএল-এর প্রথম ডার্বি। যুবভারতী ক্রীড়াঙ্গনে এটিকে মোহনবাগানের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এফসি। সেই ম‍্যাচে লাল-হলুদকে ২-০ গোলে হারায় সবুজ মেরুন ব্রিগেড। মাঠের লড়াইয়ে মোহনবাগানের সমর্থকেরা জিতলেও, গ‍্যালারির লড়াইয়ে জিতল ইস্টবেঙ্গল সমর্থকেরা। ডার্বি মানেই হাজার হাজার দর্শক। মাঠ ভর্তি স্টেডিয়াম। সেইখানে নিজেদের মনে কথা প্রকাশ করার জন‍্য সমর্থকেরা স্টেডিয়ামে নিয়ে আসেন নানান টিফো। শনিবারও ডার্বি দেখল এক অন‍্য টিফো। যেখানে লাল-হলুদ সমর্থকেরা খোঁচা দিলেন সবুজ মেরুন সমর্থকদের।

মোহনবাগান নামের আগে থেকে ‘এটিকে’ সরবে কি না তা সময় বলবে। মাঠের লড়াইয়ে হারলেও মাঠের বাইরে সবুজ-মেরুন সমর্থকদের ছেড়ে কথা বলছেন না ইস্টবেঙ্গল সমর্থকরা। রিমুভ এটিকে নিয়ে গ্যলারিতে টিফো নিয়ে সেই ‘এটিকে’ খোঁচা মোহনবাগান সমর্থকদের। দিনে দিনে জোরাল হতে থাকা রিমুভ এটিকে আন্দোলনের চাপ অনুভব করছেন কর্তারাও। এর মাঝেই ডার্বির গ্যালারিতে দেখা গেল টিফো। যেখানে কার্টুনের মাধ্যমে সবুজ মেরুন সমর্থকদের খোঁচা দেওয়ার চেষ্টা করল ইস্টবেঙ্গল সমর্থকেরা। ব্যবহার করা হল অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর জনপ্রিয় সংলাপ।

টিফোতে কী বার্তা দিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা?
বলা হয়েছিল, পুজোর আগেই না কি মোহনবাগানের সামনে থেকে এটিকে নাম উঠে যাবে। তবে তা আর হয়নি। সেই জন্যই ব্যঙ্গ করেছেন লাল-হলুদ সমর্থকরা। টিফোর বাঁদিকে রয়েছেন একজন পুরোহিত। তিনি এক মোহনবাগান সমর্থককে বলছেন, ‘চিন্তা করিস না দুর্গাপুজোর আগে ‘এটিকে’ উঠে যাবে।’ দ্বিতীয় চরিত্র মোহনবাগান সমর্থক। তিনি বলছেন, ‘উঠছে আর কই? চিনু দা আমরা কি আমাদের মাতৃসম ক্লাব ফেরত পাব না?’ এরপরেই রয়েছেন অভিনেতা চিরঞ্জিতের বিখ্যাত সেই ডায়লগ। যেখানে লেখা হয়েছে, ‘বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না রে পাগলা…’

শনিবার যুবভারতীতে আইএসএল-এর ডার্বি ম্যাচ। প্রচুর দর্শক মাঠে এসেছিলেন। মাঠের লড়াইয়ে ইস্টবেঙ্গল ২-০ গোলে হারলেও মাঠের বাইরে টিপ্পনিই জুটল মোহনবাগান সমর্থকদের।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

spot_img

Related articles

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...