Sunday, August 24, 2025

মোবাইলে রেশন কার্ড, অভিনব পরিষেবা মিলবে ‘দুয়ারে সরকার’ শিবিরে

Date:

Share post:

মঙ্গলবার থেকেই রাজ্যে শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’ (Duware Sarkar) কর্মসূচি। আর সেখানেই এবার অভিনব পরিষেবা দেওয়ার উদ্যোগ নিল রাজ্য সরকার। ১ নভেম্বর থেকে শুরু হতে চলা শিবিরে খাদ্যসাথী কাউন্টারে গিয়ে ৪ নম্বর ফর্ম পূরণ করে জমা দিলেই সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ‘ই-রেশন কার্ড’। পাশাপাশি, আবেদনকারী যদি RKSY-1 ও RKSY-2 শ্রেণির কার্ড হন, তাহলে সেক্ষেত্রে পরের সপ্তাহ থেকেই রেশনও পেতে শুরু করবেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Matata Banerjee) মস্তিষ্কপ্রসূত এই দুয়ারে সরকার কর্মসূচি। এর মাধ্যমে সরকারি প্রকল্প ও পরিষেবা রাজ্যবাসীর হাতের নাগালে এসে গিয়েছে। এবারের দুয়ারে সরকারে ‘অনস্পট ই-রেশন কার্ড’ দেওয়ার কথা জানিয়েছেন খাদযুয়মন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)। তিনি জানান, বিভিন্ন কারণে অনেকেই খাদ্যত দফতরে গিয়ে ফর্ম ও প্রয়োজনীয় নথি জমা দিয়ে রেশন কার্ড করাতে পারেন না। তাঁদের জন্যগই এবার বিশেষ সুবিধা করে দিলেন মুখ্য্মন্ত্রী। দুয়ারে সরকারে গিয়ে ৪ নম্বর ফর্ম ও সংশ্লিষ্ট নথিগুলি জমা দিলেই সঙ্গে সঙ্গে ই-মেলে বা ফোনের হোয়াটসঅ্যাঁপে ই-রেশন কার্ড (E-Ration Card) চলে যাবে।

আরও পড়ুন- কর্তব্যের পথে এগিয়ে যেতে হবে: মর্মান্তিক দুর্ঘটনার পর শোকবার্তা মোদির
রাজ্যে ডিজিটাল রেশন কার্ড এবং তার সঙ্গে আধার লিঙ্কের কাজ অনেকটাই সম্পূর্ণ করে দিয়েছে সরকার। এবার দুয়ারে সরকার-এর মাধ্যমে যাঁদের রেশন কার্ড হয়নি, তাঁদের ‘অনস্পট রেশন কার্ড’ দিতে দেওয়ার উদ্যোগ নেওয়া হল।
এই নতুন পরিষেবার কথা জানিয়ে, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানান, ‘প্রতিটি শিবিরেই খাদ্যবসাথী কাউন্টারে ফুড ইনস্পেক্টর থেকে শুরু করে দক্ষ কর্মীরা থাকবেন। ফর্ম জমা দিলেই অনলাইনে আপলোড হবে। যাঁদের সমস্ত নথি আপ-টু-ডেট থাকবে তাঁদের সঙ্গে সঙ্গেই ই-রেশন কার্ড দিয়ে দেওয়া হবে।’
কী ভাবে মিলবে রেশন কার্ড?
ফর্মের সঙ্গে পরিবারের অন্য একজনের রেশন ও আধার কার্ডের ফোটো কপি, ৫ বছরের নীচের কারও রেশন কার্ড নিতে হলে সেক্ষেত্রে জন্মের শংসাপত্র এবং মোবাইল নম্বর অবশ্য ই দিতে হবে।

অন্ত্যোদয় বা এনএফএস কার্ড আছে এমন পরিবারের কোনও শিশুর যদি কার্ড হয় তবে প্রথমে তাকে আরকেএসওয়াই-১ সুবিধা দেওয়া হবে। ওই শিশুটির নয়া কার্ডটি অন্ত্যোদ‌য়ে অগ্রাধিকার থাকবে বলে জানান খাদ্যমন্ত্রী।

 

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...