কন্যাসন্তান জন্ম দিয়েছিলেন ৫ দিন আগেই। আর তারপর ন্যাশনাল মেডিক্যাল কলেজের পেছন থেকে হাতবাঁধা অবস্থায় উদ্ধার হল প্রসূতির দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাসপাতাল চত্বরে। জানা গিয়েছে, রবিবার সন্ধে থেকে নিখোঁজ ছিলেন ওই মহিলা। সোমবার সকালেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় হাসপাতালের নিরাপত্তার গাফিলতির অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে পাঁচ সদস্যের টিম গঠন করা হয়েছে। তিনদিনের মধ্যেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন:খড়্গপুর আইআইটি-তে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃ*ত্যু, সিআইডি তদন্ত চেয়ে হাই কোর্টে বাবা
হাসপাতাল সূত্রে খবর, মৃত প্রসূতির নাম আছিয়া বিবি। দক্ষিণ ২৪ পরগনার দেগঙ্গার বাসিন্দা ওই মহিলা সপ্তাহ খানেক আগে ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি হন। কন্যা সন্তানের জন্ম দেন তিনি। তারপর থেকে হাসপাতালের প্রসূতি বিভাগে ছিলেন। রবিবার সন্ধে থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে হাসপাতালেরই পিছনের দিকে মৃতদেহ উদ্ধার হয়। ইতমধ্যেই ঘটনাস্থলে রয়েছেন লালবাজারের হোমিসাইড শাখার ওসি। এই ঘটনার খবর দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনে।

পুলিশের প্রাথমিক অনুমান, কন্যাসন্তান জন্ম দেওয়ার পর আত্মহত্যা করতে পারেন ওই মহিলা। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কোনও কিছু স্পষ্ট করে বলেনি পুলিশ।
