Saturday, August 23, 2025

“আল্লাহ আরেকটি জীবন দিয়েছেন”: প্রতিক্রিয়া ইমরানের, পরিস্থিতির উপর কড়া নজর ভারতের

Date:

Share post:

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) উপর হাম*লায় প্রতিক্রিয়া জানাল ভারতের বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs)। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী (Arindam Bagchi) জানিয়েছেন, আমি ইমরান খানের খবর শুনেছি। ঘটনা ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে ভারত। বিষয়টিকে আমরা গুরুত্ব সহকারে দেখছি। তবে দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ এখনও পাওয়া যায়নি।

এদিকে ইমরান খান আপাতত বিপদ মুক্ত (Danger Free) বলেই জানিয়েছেন চিকিৎসকরা। এক বিবৃতিতে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী জানিয়েছেন, আল্লাহ আমাকে আরেকটি জীবন দিয়েছেন। ইনশা আল্লাহ আমি লড়াই করব। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (Tehereek E Insaf) এই হাম*লাকে “প্রাণঘাতী এবং কাপুরুষোচিত” বলেছে। তারা জানিয়েছে, লাহোরের লিবার্টি চকে এই হামলার প্রতিবাদ জানানো হবে।

বৃহস্পতিবার পাকিস্তানে এক পদযাত্রায় গু*লিবিদ্ধ হন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। অভিযোগ, জাফার আলি খান চকে লং মার্চে ইমরান খানকে লক্ষ্যে করে এলোপাথাড়ি গু*লি চালায় দুষ্কৃ*তীরা। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর দুই পায়ে গু*লি লেগেছে বলে পাক সংবাদমাধ্যম সূত্রে খবর। ইতিমধ্যে ইমরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় এক শিশুর মৃ*ত্যু সহ আরও ১৪ জন গুরুতর জখম হয়েছেন বলে অসমর্থিত সূত্রে খবর। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আহতদের তালিকায় রয়েছেন ইমরানের আপ্ত সহায়কও।

পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার পাক পাঞ্জাব সীমান্তের ওয়াজিরাবাদে তাঁর ‘স্বাধীনতা’ পদযাত্রা চলছিল। পদযাত্রায় একটি ট্রাকের সঙ্গে সংযুক্ত কন্টেইনারে থাকছেন ইমরান। পাক সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, এদিন ওই কন্টেইনারের উপর উঠে ভাষণ দিচ্ছিলেন ইমরান। সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গু*লি ছোড়া হয়।

spot_img

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...