রাজস্ব ঘাটতি বাবদ কেন্দ্রীয় ক্ষতিপূরণ পেল রাজ্য। এই দফায় সোমবার প্রায় ১ হাজার ১৩২ কোটি ২৫ লক্ষ টাকা মিলেছে বলে অর্থ দফতর সূত্রে জানা গেছে। তবে শুধু বাংলাই নয়, এই ক্ষতিপূরণ পেয়েছে দেশের আরও ১৩টি রাজ্য।এই দফায় রাজস্ব ঘাটতি খাতে কেন্দ্রের মোট বরাদ্দের পরিমাণ ৭ হাজার ১৮৩ কোটি ৪২ লক্ষ টাকা।

কেন্দ্রীয় অর্থমন্ত্রকেরতরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে দেশের ১৪টি রাজ্যকে এই রাজস্ব ঘাটতি প্রদানের কথা জানানো হয়েছে। দেশের যে ১৪টি রাজ্যকে এই খাতে অর্থ বরাদ্দ করা হয়েছে তার মধ্যে বাংলাকেই সর্বোচ্চ টাকা দেওয়া হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ টাকা দেওয়া হয়েছে দক্ষিণ ভারতের বাম শাসিত রাজ্য কেরলকে। বিজ্ঞপ্তিতে এটাও বলা হয়েছে, এই টাকা চলতি বছরে প্রদেয় অষ্টম কিস্তির অর্থ। এই নিয়ে রাজ্যগুলিকে চলতি বছরে রাজস্ব বাবদ মোট ৫৭ হাজার ৪৬৭ কোটি ৩৩ লক্ষ টাকা দিল মোদি সরকার।
এদিন কেন্দ্রের অর্থমন্ত্রকের তরফে আরও একটি বিষয় জানানো হয়েছে। আর তা হল, রাজস্ব ঘাটতি বাবদ ২০২২-২৩ অর্থবর্ষে রাজ্যগুলি মোট ৮৬ হাজার ২০১ কোটি টাকা পাবে। ১৫তম অর্থ কমিশনের সুপারিশেই এই অনুদান দেওয়া হয়েছে। সংবিধানের ২৭৫ নম্বর অনুচ্ছেদের আওতায় এই অনুদান দেওয়া হয় বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যে রাজ্যের যত রাজস্ব ঘাটতি, সেই রাজ্যকে বেশি পরিমাণে এই অনুদান দেওয়ার একটি প্রবণতা থাকে। এ ব্যাপারে অর্থ কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। বাংলা ও কেরল ছাড়াও দেশের যে যে রাজ্যগুলি এই অনুদান পেয়েছে, সেগুলি হল – অন্ধ্রপ্রদেশ, অসম, হিমাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, ত্রিপুরা ও উত্তরাখণ্ড।

আরও পড়ুন- বিজ্ঞপ্তি জারি করে টেটে বাতিল হওয়া ২৬৮ জনের চাকরি ফেরাল পর্ষদ!
