“কখন কোথায় টপকে যাবেন,বুঝতে পারবেন না!” নন্দকুমারের বাম-রাম মডেলকে হুঁশিয়ারি মদনের

একটি সমবায় সমিতির নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে জোট বেঁধেছিল সিপিএম এবং বিজেপি৷ সেখানে শাসক দলের ফলাফল একেবারেই ভালো হয়নি। আর পঞ্চায়েত ভোটের কয়েক মাস আগে সিপিএম-বিজেপি'র এমন অশুভ জোট রাজনীতিতে রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে। 

“রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় সাবধান৷ খানাখন্দ, বাঙ্কার রয়েছে৷ কখন কোথায় টপকে যাবেন বুঝতে পারবেন না”। নন্দকুমার মডেল নিয়ে এভাবেই প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন কামারহাটির (Kamarhati) তৃণমূল বিধায়ক মদন মিত্র(Madan Mitra) ৷ নিজের বিধানসভা এলাকা বেলঘড়িয়ায় তৃণমূলের (TMC)একটি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মদন মিত্র অনৈতিক জোট করা বিরোধীদের উদ্দেশ্যে হুঁশিয়ারির সুরে কথা বলেন।

প্রসঙ্গত, একটি সমবায় সমিতির নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে জোট বেঁধেছিল সিপিএম এবং বিজেপি৷ সেখানে শাসক দলের ফলাফল একেবারেই ভালো হয়নি। আর পঞ্চায়েত ভোটের কয়েক মাস আগে সিপিএম-বিজেপি’র এমন অশুভ জোট রাজনীতিতে রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে৷

বাম-রামের এই জোট প্রসঙ্গে মদন বলেন, “যদি সিপিএম-বিজেপি মনে করে এখানেও আমরা নন্দকুমার বানাবো৷ এখানেও ভিতরে ভিতরে কারা কোন শেডে ঘোটবাঁজি করছেন, আমি সব খবর পাচ্ছি৷ আমি থ্রেট দিচ্ছি না, কিন্তু আসা যাওয়ার পথে সাবধানে আসবেন৷ খানাখন্দ বাঙ্কার আছে, কখন যে কোথায় টপকে যাবেন নিজেরাই বুঝতে পারবেন না৷”