Sunday, November 9, 2025

তীরে এসে তরী ডুবলো ভারতের, সেমিফাইনালে ইংল‍্যান্ডের কাছে ১০ উইকেটে হারল ভারতীয় দল

Date:

Share post:

তীরে এসে তরী ডুবলো ভারতের। টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে ১০ উইকেটে ইংল‍্যান্ডের কাছে হারল ভারতীয় দল। এক্ষেত্রে কাজে এল না বিরাট কোহলি হার্দিক পান্ডিয়ার দুরন্ত ইনিংস। সেমিফাইনালে ব‍্যর্থ ভারতীয় বোলাররা। ইংল‍্যান্ডের হয়ে দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক জস ব‍াটলার এবং অ‍্যালেক্স হেলস। ১৩ নভেম্বর ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে জস ব‍্যাটলাররা।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ইংল‍্যান্ড অধিনায়ক জস ব‍্যাটলার। টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে ইংল‍্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব‍্যাট করতে নেমে ১৬৮ রান করে ভারতীয় দল। ভারতের হয়ে দুরন্ত লড়াই বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ার। ৫০ রান করেন কোহলি। হার্দিক করেন ৬৩ রান।

ম‍্যাচে এদিন ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারতীয় দল। মাত্র ৫ রানে আউট হন কে এল রাহুল। ক্রিস ওকসের অফ সাইডের বাইরের বলে খোঁচা দেন রাহুল। বল জমা পড়ে উইকেটরক্ষক বাটলারের হাতে। ৫ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন রাহুল। গ্রুপ পর্বের শেষ দু’টি ম্যাচে অর্ধশতরান করেছিলেন রাহুল। কিন্তু বড় ম্যাচে ফের ব‍্যর্থ তিনি। বার বার বড় ম্যাচে ব্যর্থ হচ্ছেন রাহুল। এদিও ব‍্যাটে বড় রান আনতে ব‍্যর্থ হলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ২৭ রান করেন তিনি। ক্রিস জর্ডনের বলে ক্যাচ দেন ক্রিক ওকসের হাতে। ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দেন ভারত অধিনায়ক। জিম্বাবোয়ের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেললেও, এদিন সেমিফাইনালে ব‍্যর্থ সূর্যকমার যাদব। ১৪ রান করেন তিনি। বড় শট খেলতে গিয়েই বিপদে পড়েন সূর্যকুমার। ১০ বলে ১৪ রান করে আউট হন তিনি। আদিল রশিদের বলে ফিল সল্টের হাতে ক্যাচ দিলেন সূর্যকুমার।
ইংল‍্যান্ডের বিরুদ্ধে বিরাট ব‍্যাটিং কোহলির। সেমিফাইনালে অর্ধশতরান করেন তিনি। একই সঙ্গে টি-২০ ফর্ম‍্যাটে ৪০০০ রান পূর্ণ করলেন বিরাট। ইংল‍্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান হার্দিক পান্ডিয়ার। ৩৩ বলে ৬৩ রান করেন তিনি।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় ইংল‍্যান্ড। দুরন্ত শুরু করে ইংল‍্যান্ডের দুই ওপেনার জস ব‍্যাটলার এবং হেলস। দুই ওপেনারের ব‍্যাটিং-এ ভর করে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ইংল‍্যান্ড। বাটলার ৮০ রানে অপরাজিত। হেলস অপরাজিত ৮৬ রানে। সেমিফাইনালে ব‍্যর্থ ভারতীয় বোলাররা।

আরও পড়ুন:বিরাট-হার্দিকের ব‍্যাটে ভর করে ইংল‍্যান্ডের বিরুদ্ধে ১৬৮ রান ভারতের

 

 

spot_img

Related articles

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...