Sunday, November 9, 2025

হৃদরোগে প্রয়াত মহানায়িকার ‘হসপিটাল’ পুত্র মাস্টার তরুণ !

Date:

Share post:

৮ নভেম্বর ২০২২, বিদেশের মাটিতে আচমকা হৃদরোগে প্রয়াত হলেন (Passed Away)  অভিনেতা-পরিচালক তরুণ চট্টোপাধ্যায় (Tarun Chatterjee)। এক ঝলকে এই নামটা শুনলে তার মুখটা মনে করা হয়তো কঠিন। আসলে শিশুশিল্পী মাস্টার তরুণ (Master Tarun) বড়বেলায় ঠিক কেমন তা টালিগঞ্জের অনেকেই অজানা। তবে যাঁরা সুচিত্রা সেন (Suchitra Sen) অভিনীত ‘হসপিটাল’ (Hospital) ছবিটি দেখেছেন, তাঁদের স্মৃতির মণিকোঠায় হয়তো আজও উজ্জ্বল ডক্টর শর্বরীর সেই সন্তান মাস্টার তরুণ (Master Tarun)। রোমান্টিক নায়িকার ছক ভেঙে সিঙ্গেল মাদারের ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছিলেন মহানায়িকা। অথচ সেই ছবিতে অভিনয় করা শিশুশিল্পীর কথা বড়বেলায় আর মনে রাখিনি ইন্ডাস্ট্রি। কিছুটা অভিমানেই হয়তো আর দেশে ফেরা হল না। ৬৯ বছর বয়সে বিদেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ।

তপন সিনহার(Tapan Sinha) ‘ক্ষণিকের অতিথি’ ছবিতে রুমা গুহঠাকুরতার ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখা যায় মাস্টার তরুণকে, সে যেন এক আইকনিক চরিত্র। কলকাতার সুকিয়া স্ট্রিটে আদি বাড়ি তরুণ চট্টোপাধ্যায়ের। বাবার সঙ্গে টালিগঞ্জ স্টুডিও পাড়ায় যেতেন অভিনয়ের জন্য। কোনও ফিল্মি পরিবার থেকে না এসেও সহজাত প্রতিভার জোরেই ফিল্মে সুযোগ পান তিনি। ঋত্বিক ঘটকের ‘সুবর্ণরেখা’ ছবিতেও অভিনয় করেন তিনি। তবে বাঙালির স্মৃতিপটে সুশীল মজুমদার পরিচালিত ‘হসপিটাল’ ছবিতে সুচিত্রা সেন ও অশোক কুমারের ছেলের চরিত্রেই অনবদ্য মাস্টার তরুণ। তাঁকে বড় হতে দেখেনি কলকাতার বিনোদন জগত (Entertainment Industry)। দেশ ছেড়ে আমেরিকার নিউ জার্সিতে গিয়ে সেদেশেরই নাগরিকত্ব নিয়ে নেন। কিন্তু অভিনয় জগতকে ভালোবেসেছেন আজীবন তাই বিদেশে একটি ছোট নাট্যদলে অভিনয় ও পরিচালনা করতেন তিনি। তাঁদের নাট্যদল নিউ ইয়র্কে বেশ কিছু শো করেছিল বলে জানা যায় । পরিচালক হিসেবে কলকাতায় এসেছিলেন ২০১০ সালে । ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) , কল্যাণ রায় (Kalyan Roy) দের নিয়ে ‘অভিসন্ধি’ নামের একটি অন্য ধারার ছবি করেন। যদিও সে ছবি বক্স অফিস মাতাতে পারিনি।  কলকাতার বাংলা ছবির সঙ্গে বড় বয়সে মাস্টার তরুণের নিবিড় সম্পর্ক আর গড়ে ওঠেনি। এরপর বিদেশেই জীবনের শেষ অধ্যায়। তাঁর পরিবার সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। অবশেষে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ‘হসপিটাল’-এর সেই ছেলেটা।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...