রোজ গালি খাই, ওটা আমার পুষ্টি: তেলেঙ্গানায় বললেন মোদি

0
4

বিরোধীরা(Opposito) তাঁকে প্রতিদিন গালি দেন। তবে তাতে বিন্দুমাত্র ভাবিত নন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। বরং এই গালি ভগবানের আশীর্বাদে তাঁর শরীরে পুষ্টিতে রুপান্তরিত হয়, শনিবার তেলেঙ্গানায় এক কর্মসূচিতে যোগ দিয়ে বিরোধীদের উদ্দেশে এমনটাই জানলেন দেশের প্রধানমন্ত্রী।

দক্ষিনের রাজ্য তেলেঙ্গানায়(Telengana) বিজেপির এক কর্মসূচিতে যোগ দিয়ে নরেন্দ্র মোদি বলেন, “আমি কখনও ক্লান্ত হই না। কারণ আমি প্রতি দিন ২-৩ কিলোগ্রাম গালি খাই। কিন্তু আমার প্রতি ভগবানের এমন আশীর্বাদ, যে এটি (গালি) আমার ভিতরে গিয়ে পুষ্টিতে রূপান্তরিত হয়।” এর পরেই তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা ভারত রাষ্ট্র সমিতির নেতা কে চন্দ্রশেখর রাওয়ের (কেসিআর) নাম না করে প্রধানমন্ত্রীর খোঁচা, “আমাকে বা বিজেপিকে অসম্মান করলেও তেলঙ্গানার মানুষকে অসম্মান করবেন না। চড়া মূল্য দিতে হবে।” শুধু তাই নয়, তেলেঙ্গানা সরকারকে আক্রমণ শানিয়ে মোদি সরাসরি অভিযোগ করেন, তেলঙ্গানা সরকার কেন্দ্রের উন্নয়ন প্রকল্পগুলি রূপায়ণে বাধা দিচ্ছে। চাপান-উতোরে রাজনীতিতে হাতিয়ার করতে গিয়ে উন্নয়নকে উপেক্ষা করছেন কেসিআর।

প্রসঙ্গত, সম্প্রতি চন্দ্রশেখর অভিযোগ করেছিলেন, কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মতো তেলঙ্গানাতেও বিধায়ক কিনে সরকারের পতন ঘটাতে চাইছে বিজেপি। এর পরেই দক্ষিণের ওই রাজ্যে দু’দলের ধারাবাহিক তরজা শুরু হয়েছে। এর মধ্যেই গত সপ্তাহে মুনুগোড়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে হারিয়েছে চন্দ্রশেখরের দল।