Saturday, August 23, 2025

হিমাচল প্রদেশের ৬৮ আসনে শেষ ভোটগ্রহণ! বিকেল ৫টা অবধি ভোটদানের হার ৬৬ শতাংশ

Date:

Share post:

শেষ হল হিমাচল প্রদেশে (Himachal Pradesh) বিধানসভা নির্বাচন (Assembly Election)। আগামী পাঁচ বছরের জন্য কোন রাজনৈতিক দলের দখলে থাকবে পাহাড়ের এই রাজ্য, তা ৮ ডিসেম্বর নির্ধারিত হবে। শনিবার মোট ৬৮টি বিধানসভা কেন্দ্রে চলে ভোটগ্রহণ। সকাল আটটা থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়, চলে বিকেল ৫টা অবধি। মোট ৫৫ লক্ষ ভোটার এদিন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের বিধানসভা নির্বাচনে মোট ৪১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা (Contests) করেছেন। এদিন বিকেল ৫টা অবধি ভোট পড়েছে ৬৬ শতাংশ।

হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের জোর সম্ভাবনা। একদিকে রয়েছে শাসক দল বিজেপি (BJP), আগামী পাঁচ বছরও যাতে ক্ষমতা তাদের দখলেই থাকে, তার জন্য জোরকদমে প্রচার ও একাধিক প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া শিবির। অন্যদিকে, বিজেপির অন্যতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসও (Congress) পুরনো ক্ষমতা ফিরে পাওয়ার জন্য একাধিক প্রতিশ্রুতি দিয়েছে। হিমাচলে বিজেপির নতুন ও অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসাবে উঠে এসেছে আম আদমি পার্টিও (AAP)। দিল্লি ও পঞ্জাব দখলের পর এবার তাদের লক্ষ্য হিমাচল প্রদেশ ও গুজরাটেও বিধানসভা নির্বাচনে জয়। এবারের নির্বাচনে তারকা প্রার্থীরা হলেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে বিক্রমাদিত্য সিং ও বিজেপির প্রাক্তন প্রধান সতপাল সিং সাত্তি।

এদিন ধীর গতিতে ভোটের অভিযোগ (Complaints) তুলে কমিশনে চিঠি দিয়েছে কংগ্রেস। সবচেয়ে বেশি ভোট পড়েছে হিমাচলের তাশিগাং-এ। ৯৮.০৮ শতাংশ ভোট পড়েছে ওই কেন্দ্রে। তবে এদিন কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হিমাচলে সরকার গঠন করবে বলেই আত্মবিশ্বাসী বিক্রমাদিত্য সিং। অন্যদিকে, ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে পিডিপি প্রধান মেহবুবা মুফতির (Mehbooba Mufti) অভিযোগ, কমিশন এখন আর স্বাধীন নেই। বিজেপির একটি শাখায় পরিণত হয়েছে। এটি সর্বদাই নীরব থাকে। হিমাচল প্রদেশের নির্বাচনেও নীরবতা পালন করে যাচ্ছে, বিজেপির ইঙ্গিতের অপেক্ষা করছে। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে হিমাচল প্রদেশ বিজেপির পক্ষেই, দাবি জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)।

spot_img

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...