Tuesday, December 23, 2025

শুভেন্দুর মিথ্যে টুইট! তীব্র নিন্দা কুণালের, বিজেপি বিধায়কের মানসিক সুস্থতা কামনায় ফুল পাঠাবে TMC

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের (Abhishek Banerjee) শিশুপুত্রকে জড়িয়ে মিথ্যে টুইট বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারীর! রবিবার সন্ধেয় সাংবাদিক বৈঠক করে তার তীব্র নিন্দা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

ফুটবলপ্রেমী অভিষেক ডায়মন্ড হারবারে খেলোয়াড়দের নিয়ে ফুটবল দল করেছেন। আত্মপ্রকাশের প্রথম মরসুমেই তারা অত্যন্ত ভালো পারফর্ম করছে। সেই উপলক্ষ্যে খেলোয়াড়দের উৎসাহ দিতে তাঁদের সঙ্গে খাওয়া-দাওয়া করেছেন অভিষেক। সেই ছবিকে তৃণমূল সাংসদের তিন বছরের শিশুপুত্রের জন্মদিনের পার্টি বলে কটাক্ষ করে টুইট করেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। এই ঘটনার তীব্র নিন্দা করে শুভেন্দুকে তুলোধনা করেন কুণাল ঘোষ। তিনি স্পষ্ট জানান, শুভেন্দুর মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। ছড়া কেটে কুণাল বলেন, “জল পড়ে পাতা নড়ে, পাগলা শুভেন্দু মাথা নাড়ে”।

এর পরেই তীব্র আক্রমণ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, বিজেপির এতটাই রাজনীতি অবক্ষয় হয়েছে, যে একটা তিনবছরের শিশুকে টেনে এনে মিথ্যা প্রচার করছে শুভেন্দু অধিকারীরা। কটাক্ষ করে কুণাল বলেন, ‘অভিষেক ফোবিয়া’য় ভুগছেন শুভেন্দু অধিকারী। চারিদিকে তিনি শুধু অভিষেক দেখতে পাচ্ছেন। আসল কারণ হিসেবে তৃণমূল মুখপাত্রের দাবি, নন্দীগ্রামে পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছেন বিজেপি বিধায়ক। ফলে তিনি ক্রমশ ভয় পাচ্ছেন। অতিরিক্ত লোভের কারণেই শুভেন্দু অধিকারীর মস্তিষ্ক বিকৃতি হয়েছে বলে খোঁচা দেন কুণাল।

একইসঙ্গে তৃণমূল মুখপাত্রের মন্তব্য, শুভেন্দু যদি মানসিকভাবে সুস্থ না হন, তাহলে তৃণমূলের সঙ্গে লড়বেন কী করে! সেই কারণেই সোমবার থেকে যুব তৃণমূলের নেতা-কর্মীরা, শুভেন্দু অধিকারীকে তাঁর মানসিক সুস্থতা কামনা করে তিনটে জিনিস পাঠাবেন। একটি গোলাপ ফুল, একটি গ্রিটিংস কার্ড ও সঙ্গে থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি। কুণালের কটাক্ষ, এই শুভেচ্ছাবার্তাতেই সেরে উঠবেন রাজ্যের বিরোধী দলনেতা।

আরও পড়ুন- Nandigram: তৃণমূলের শহিদ-স্মরণ মঞ্চ পোড়ানোর অভিযোগে খেজুরিতে ধৃত ৩ বিজেপি কর্মী

 

spot_img

Related articles

ধর্ষককে জেলমুক্তি! উন্নাও ধর্ষণে ফের জামিনে ‘পুরষ্কৃত’ বিজেপি নেতা

বাংলায় একটি নারী নির্যাতনের ঘটনা হলে দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীকে শাস্তির আওতায় আনা হয়। এমনকি...

বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না মাধবনের নাম, ছবি: দিল্লি হাইকোর্ট 

সেলিব্রিটিদের নাম, ছবি, কন্ঠস্বর মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই বিনা অনুমতিতেই ব্যবহার করা...

বাংলাদেশ উপ দূতাবাসের সামনে বিক্ষোভ! বিজেপির চক্রান্ত-নাটক যুক্তি দিয়ে ওড়াল তৃণমূল

প্রতিবেশী বাংলাদেশে অশান্ত পরিস্থিতির প্রেক্ষিতে কলকাতার বাংলাদেশ উপ দূতাবাসের সামনে মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া ঘটনাকে সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন আচরণ...

রাজধানীতে বড়দিনের টুপিতে ‘না’! ডবল ইঞ্জিন রাজ্যে ক্রমশ কোণঠাসা সংখ্যালঘুরা

ধর্মের নামে পেটে লাথি। আরএসএস-এর তরফ থেকে ভারতকে হিন্দুরাষ্ট্রে পরিণত করার চাপ যত বাড়ানো হচ্ছে তত বিজেপি শাসিত...