তাদের বিচ্ছেদের মাঝেই গল্পে হঠাৎ নতুন মোর। পাকিস্তানের একাধিক রিপোর্ট অনুযায়ী বিবাহবিচ্ছেদ হতে চলেছে সানিয়া মির্জা-শোয়েব মালিকের। কিন্তু তারই মাঝে সব জল্পনা উড়িয়ে স্ত্রী সানিয়া মির্জার জন্মদিনে বিশেষ বার্তা শোয়েব মালিকের। শুভেচ্ছা বার্তায় শোয়েব লেখেন,শুভ জন্মদিন সানিয়া মির্জা।

আজ ১৫ নভেম্বর। ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার জন্মদিন। আজ ৩৬তম বছরে পা দিলেন সানিয়া। ভারতীয় টেনিস তারকাকে টুইটারে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন স্বামী শোয়েব। পাক ক্রিকেটার টুইটারে লিখেছেন, “সানিয়া, শুভ জন্মদিন। তোমার জীবন সুখে ভরে উঠুক। সুস্বাস্থ্যের অধিকারী হও, এই কামনা করি। আজকের দিনটা দারুণ ভাবে উপভোগ করো।”

Happy Birthday to you @MirzaSania Wishing you a very healthy & happy life! Enjoy the day to the fullest… pic.twitter.com/ZdCGnDGLOT
— Shoaib Malik 🇵🇰 (@realshoaibmalik) November 14, 2022
প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছে সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের বিচ্ছেদের খবর। তাঁদের সম্পর্ক ভাঙার পিছনে রয়েছে নাকি তৃতীয় ব্যক্তি। যিনি কিনা পাকিস্তানের মডেল তথা অভিনেত্রী আয়েশা ওমর। পাকিস্তানের একাধিক রিপোর্ট অনুযায়ী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন পাকিস্তানের ক্রিকেট তারকা। নিজের দেশেরই মডেল ও অভিনেত্রী আয়েশা ওমরকেই নাকি মন দিয়ে ফেলেছেন। সে কারণেই ১২ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলে জল্পনা। আর তারই মাঝে সানিয়ার জন্মদিনে বিশেষ বার্তা শোয়েবের।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস
