Friday, August 22, 2025

সব ভারতীয় ‘হিন্দু’ , সবার ডিএনএ এক: মন্তব্য মোহন ভাগবতের

Date:

Share post:

সব ভারতীয় ‘হিন্দু’ ৷ শুধু তাই নয়, সব ভারতীয়র ডিএনএ এক । ফের দাবি করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত ৷ মঙ্গলবার ছত্তিশগড়ের সুরগুজা জেলার অম্বিকাপুরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের একটি অনুষ্ঠানে তিনি এই ঘোষণা করেন ৷ দেশে কারও ধর্মীয় আচারঅনুষ্ঠানের পদ্ধতি বদলানোর কোনও প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ভাগবত ৷

ভারতের ‘বৈচিত্রের মধ্যে ঐক্য’ (Unity in Diversity) একটা বহু পুরনো চিন্তাভাবনা ৷ হিন্দুত্বই একমাত্র চিন্তাধারা, যে সবাইকে গ্রহণ করে, বক্তৃতায় উল্লেখ করেন মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat) ৷ তিনি আরও বলেন, “আমরা ১৯২৫ সাল (আরএসএসের প্রতিষ্ঠার সময়) থেকে জানিয়ে আসছি ভারতে যাঁরা বাস করছেন তাঁরা প্রত্যেকে হিন্দু ৷ বহু মানুষ দেশকে ‘মাতৃভূমি’ হিসেবে দেখেন ৷ বৈচিত্রের মধ্যে ঐক্য- এই ভাবধারাকে আশ্রয় করে অনেকে দেশে বাস করতে চান ৷ তাই অনেকে ধর্ম, জাত, বিশ্বাস, ভাষা, খাদ্যাভ্যাস নির্বিশেষে এবং তাঁরা যে আদর্শে অনুসরণ করেন, সব মিলিয়ে তাঁরা হিন্দুই ৷”
হিন্দুত্বের আদর্শ বৈচিত্রকে স্বীকৃতি দেয় এবং মানুষের মধ্যে ঐক্যে বিশ্বাসী ৷ সারা দুনিয়ায় হিন্দুত্বই একমাত্র হাজার হাজার বছর ধরে বৈচিত্রকে ঐক্যবদ্ধ করেছে ৷ এটা সত্যি এবং দৃঢ়তার সঙ্গে আপনাদের এটা বলতে হবে ৷ এর উপর ভিত্তি করেই আমরা এক হতে পারি ৷ সঙ্ঘের কাজ প্রত্যেক নাগরিক এবং দেশের জাতীয় চরিত্র গঠন করা ৷ এটাই মানুষের মধ্যে একতা আনবে”, বলেন ভাগবত ৷

তিনি জানান, সব ভারতীয়দের ডিএনএ-র উৎস এক পূর্বসূরির থেকে ৷ তাই বৈচিত্র থাকলেও সবাই এক ৷ প্রত্যেক ভারতীয় ৪০ হাজার বছরের পুরনো ‘অখণ্ড ভারত’-এর অংশ ৷ তাদের মধ্যে একটি সাধারণ ডিএনএ রয়েছে (Akhand Bharat has common DNA) ৷ পূর্বসূরিদের সম্পর্কে তাঁর মত, “তাঁদের থেকে আমরা শিখেছি, প্রত্যেকের তাঁদের নিজের নিজের বিশ্বাস এবং আচার নিয়ম ধরে রাখা উচিত ৷ অন্যের বিশ্বাসকে রূপান্তর করার চেষ্টা ঠিক নয় ৷”

spot_img

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...