Sunday, January 11, 2026

বিজয় হাজারে ট্রফিতে ইতিহাস গড়লেন নারায়ণ জগদীশন, বড় ব্যবধানে জয় তামিলনাড়ুর

Date:

Share post:

বিজয় হাজারে ট্রফিতে ইতিহাস গড়ল তামিলনাড়ু। রবিবার অরুণাচল প্রদেশের বিরুদ্ধে খেলতে নেমে একাধিক রেকর্ড গড়ে তামিলনাড়ু। ৫০ ওভারের ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের পার্টনারশিপ, সবথেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস, সর্বোচ্চ দলগত সংগ্রহ, সব থেকে বড় ব্যবধানে জয় সবই আসে তামিলনাড়ুর দখলে।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে শুরুতে ব্যাট করে ২ উইকেটের হারিয়ে ৫০৬ রানের বিশাল ইনিংস গড়ে তামিলনাড়ু। বিশ্বের প্রথম দল হিসেবে ৫০ ওভারের ক্রিকেটে ৫০০ রানের গণ্ডি টপকায় তারা। সেই নিরিখে ইংল্যান্ডের জাতীয় দলকে টপকে দুর্দান্ত এক বিশ্বরেকর্ড গড়ে তামিলনাড়ু। ২০২২ সালেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে ইংল্যান্ড ৬ উইকেটে ৪৯৮ রান সংগ্রহ করেছিল। তামিলনাড়ুর হয়ে দুরন্ত ইনিংস খেলেন নারায়ণ জগদীশন। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ১৪১ বলে ২৭৭ রান করে বিশ্বরেকর্ড করেন তামিলনাড়ুর এই ব্যাটার। এক্ষেত্রে বিশ্বের যাবতীয় এক দিনের ম্যাচে ঘরোয়া এবং আন্তর্জাতিক এক ইনিংসে এত রান আর কোন ক্রিকেটারের নেই। তামিলনাড়ুর হয়ে ১৫৪ রান করেন শাই সুর্দশন।

জবাবে ব্যাট করতে নামে মাত্র ৭১ রানে গুটিয়ে যায় অরুণাচল প্রদেশের ইনিংস। ২৮.৪ ওভারে মাত্র ৭১ রানে অল-আউট করে দেয় তামিলনাড়ু। সুতরাং ৪৩৫ রানের বিরাট ব্যাবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে তারা। জয়ের ব্যবধানের নিরিখেও এটি বিশ্বরেকর্ড। ৫০ ওভারের ক্রিকেটে বিশ্বের কোনও দল আগে কখনও এত বড় ব্যবধানে ম্যাচ জেতেনি।

আরও পড়ুন:দুরন্ত ইনিংস সুদীপ-অভিমূন‍্যর, সার্ভিসেসকে ৪৭ রানে হারাল বঙ্গ ব্রিগেড

 

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...