Sunday, November 9, 2025

মোদির মতো নিষ্ঠুর কেউ নাই: কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে গান বাঁধলেন তিতুমীর, গোঁসা বিজেপির

Date:

Share post:

‘ওরে ভাই রে ভাই, নরেন্দ্র মোদির মতো নিষ্ঠুর কেউ নাই’। প্রধানমন্ত্রীকে (Prime Minister Narendra Modi) নিয়ে গান বেঁধে রীতিমতো সাড়া ফেলেছেন বাংলার এক লোকশিল্পী (Folk Artist)। মোদি বন্দনা নয়, গানের প্রতিটি ছত্রে ছত্রে প্রধানমন্ত্রীকে একাধিক প্রশ্নবাণে বিদ্ধ করেছেন তিনি। শিল্পীর নাম তিতুমীর (Titumir)। দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে শিল্পীর গান ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় (Social Media) হটকেক। তবে তিতুমীরের এই গান বিরোধীদের হাত শক্ত করলেও রীতিমতো ক্ষুব্ধ বঙ্গ বিজেপি (BJP)। ইতিমধ্যে লোকশিল্পীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে অপমান করার অভিযোগে মানহানির মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লোকশিল্পী তিতুমীরের আসল নাম মীর আল্লামা কবির। কিন্তু সবাই তাঁকে তিতুমীর নামেই বেশি চেনেন। উত্তরবঙ্গের কোচবিহারের (Coochbehar) দিনহাটা মহকুমার অন্তর্গত পিকনিধারা গ্রামের বাসিন্দা তিনি। আগে গ্রামটির কথা কেউ না জানলেও এই লোকশিল্পীর দৌলতে গ্রামটির নাম বর্তমানে বেশ জনপ্রিয়। এবার আলোচনা করা যাক এমন কী আছে তিতুমীরের গানে? যা নিয়ে এতকিছু? তিতুমীর গানে গানে বলেন, ১০০ দিনের করিলাম কাজ, ১ বছর হইল কাজের টাকা না দিলু আজ, গরিব মানুষের বাঁচার উপায় নাই। আইবিএফের না পাই টাকা, ব্যাঙ্ক যাইয়া দেখি অ্যাকাউন্ট ফাঁকা। বাংলার মানুষ বাঁধো জোট, সামনে আইছে পঞ্চায়েত ভোট, টাকা মারা বিজেপির পাশে নাই লোক। বিজেপি নেতার কান ধরিয়া, কাজের টাকা নিবেন আদায় করিয়া, আমরা একশো দিনের কাজের টাকা চাই।’ একশো দিনের কাজের টাকার দাবিতে তিতুমীরের এই গান এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বাংলার ঘরে ঘরে ভালোই সাড়া ফেলে দিয়েছে।

তিতুমীর রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক সরকারি প্রকল্প নিয়ে গত এক দশক ধরে নিজেই গান বাঁধেন। তারপর সেই গান গলায় দোতারা ঝুলিয়ে গ্রামে গ্রামে গেয়ে বেড়ান। এভাবেই এলাকার মানুষের মধ্যে সচেতনতার প্রচার চালিয়ে যাচ্ছন তিনি। বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। নির্বাচনের আগে বাংলার প্রতি কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকারের বঞ্চনা নিয়ে বার বার সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। মমতার প্রতিবাদের ভাষাই যেন নতুন করে সুর পেয়েছে তিতুমীরের গানে। একশো দিনের কাজের টাকা দেওয়ার দাবিতে তাই নতুন গান বেঁধেছেন তিতুমীর। এই গানকে হাতিয়ার করেই কোচবিহার জেলার একের পর এক গ্রাম ঘুরে জনমত গড়ে তুলছেন তিনি। গ্রামের লোকেরাও মাথা দোলাচ্ছেন সেই গানের সুরে সুরে।

spot_img

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...